উত্তর দিনাজপুর: আর কয়েকদিন পরেই কালীপুজো। আর কালীপুজো মানেই লাল টকটকে জবার মালা। এদিকে প্রাকৃতিক ভাবে জবার মালা উৎপাদনে দেখা যায় ঘাটতি। ভিলেন হয়ে দাঁড়ায় আবহাওয়া। তাই কালী পুজোর আগে মা কালীর আরাধনায় আসল জবার চাহিদা মেটাচ্ছে এবারে কৃত্রিম জবা।
এই কালীপুজোর আগেই তৈরি হচ্ছে প্লাস্টিক কিংবা কাপড়ের বিভিন্ন ধরনের জবার মালা। আর এই প্লাস্টিক কিংবা কাপড়ের তৈরী লাল জবার মালা তৈরিতে ব্যস্ততা তুঙ্গে রায়গঞ্জের সুভাষগঞ্জ, কাঞ্চনপল্লীর বিভিন্ন পরিবারে। দিনরাত এক করে হাজার-হাজার লাল জবার মালা তৈরি করে চলছেন সুভাষগঞ্জের প্রতিটি পরিবার। প্লাস্টিক কিংবা কাপড় দিয়ে ফুল তৈরি করে, তাতে পাতা, স্টিক, সুতো সব দিয়ে এই ফুলের মালা তৈরি করেন সুভাষগঞ্জ ও কাঞ্চনপল্লীর শ’দুয়েক পরিবার।
আরও পড়ুন: বয়রা গাছের নিচে যুগ যুগ ধরে পুজো হয় বয়রা কালীর! দেখে নিন কেমন চলছে প্রস্তুতি
আর কিছুদিন পরেই কালীপুজো তাই কাপড়, সুতো ও প্ল্যাস্টিক দিয়ে তৈরি সুদৃশ্য লাল জবার মালা তৈরীতে এখন চরম ব্যস্ত মালাকার শিল্পীদের। সারা বছর তেমন একটা এই মালার চাহিদা থাকে না। তবে কালীপুজোর আগে ভালই অর্ডার মেলে এই শিল্পীদের কাছে। জানা যায় এই কৃত্রিম জবার একটি মালাতে ১০৮ টা করে ফুল থাকে। আবার কোনটিতে ৫০ টি প্লাস্টিক কিংবা কাপড়ের ফুল থাকে। যেগুলোর দাম ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
পিয়া গুপ্তা