আসানসোল পুরনিগম।

West Burdwan News : আসানসোলের প্রত্যেক কাউন্সিলর বছরে পাবেন ৩০ লক্ষ টাকা করে! বিশাল সিদ্ধান্ত পুরনিগমের

আসানসোল, পশ্চিম বর্ধমান : বিশাল সিদ্ধান্ত নিল আসানসোল পুরনিগম। এবার থেকে বছরে ৩০ লক্ষ টাকা করে পাবেন আসানসোল পুরনিগমের কাউন্সিলররা। কিন্তু কেন পৌরপিতাদের জন্য এত দরাজহস্ত পুরনিগম? কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? জানিয়েছেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মূলত পুর এলাকাগুলির উন্নয়নমূলক কর্মসূচি যাতে নির্দ্বিধায় চলতে পারে, তার জন্য এই সিদ্ধান্ত।

সম্প্রতি আসানসোল পুরসভার একটি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ঠিক করা হয়েছে, বছরে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে প্রত্যেক কাউন্সিলরকে। কাউন্সিলররা যাতে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সহজে মেটাতে পারেন, তার জন্য এই টাকা বরাদ্দ করা হবে। পুর এলাকায় কোনও কাজের জন্য যাতে পৌরপিতাদের মেয়র, ডেপুটি মেয়র, বা বোর্ড মিটিং এর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, তারা যাতে সহজ ভাবে পুর এলাকার উন্নতি চালিয়ে যেতে পারেন, তার জন্যই বরাদ্দ হয়েছে এই টাকা।

আরও পড়ুন : কাজে নেমেছিলেন, কিন্তু উঠে আসার ডুলি বন্ধ! খনির নিচে আটকে পড়লেন ১১২ জন শ্রমিক

পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পুর এলাকায় কোনও কাজ করতে হলে, কাউন্সিলরদের তার জন্য পরিকল্পনা করতে হয়। সেই পরিকল্পনার অনুমোদন পেতে হয়। যাতে অনেকটা সময় লাগে। কিন্তু পুরসভার এই সিদ্ধান্তের ফলে সমস্যা অনুযায়ী পদক্ষেপ করতে পারবেন কাউন্সিলররা। পুরসভার বরাদ্দ করা অর্থ দিয়ে তারা সহজভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। ফলে পুর এলাকার উন্নতি হবে। মানুষের অনেক সুবিধা হবে।

আরও পড়ুন : পুষ্টির ভাণ্ডার…! উপর-ভিতর পুরোটাই টকটকে লাল, বলুন তো কী ফল এটি? নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি…!

এছাড়াও আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার তরফ থেকে মূলত শহরে যে সমস্ত সংস্কার মূলক কাজগুলি চলছে, সেগুলি যাতে ঠিকঠাক ভাবে চলে সে বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়াও ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য আলোচনা হয়েছে বিশদে। পাশাপাশি বিদ্যুৎ দফতরের কাজের জন্য শহরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা হয়েছে, সেগুলিকে দ্রুত মেরামতের বিষয়েও আলোচনা হয়েছে এদিন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

পাশাপাশি বেআইনি পার্কিং এবং হোর্ডিং নিয়ে আরও করা হচ্ছে পুরসভা। এমনটাই খবর।

নয়ন ঘোষ