রাস্তা ঝাড় দিচ্ছে পৌরপ্রধান

North 24 Parganas News: বৃষ্টিতে ঝাঁটা হাতে দল বেঁধে অশোকনগরের রাস্তায় ওরা কারা!

উত্তর ২৪ পরগনা: সকাল থেকেই কখনও ঝিরিঝিরি কখনও ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। আর তার মধ্যেই অশোকনগরবাসী দেখল এক বিরল চিত্র। অশোকনগরের রাস্তায় ঝাঁটা হাতে শতাধিক পৌর কর্মীদের সঙ্গে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে খোদ অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকারও দিলেন রাস্তা ঝাড়! ঝাঁটা হাতে পৌর প্রধানসহ জনপ্রতিনিধিদের এমন দৃশ্য দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লেন সাধারণ মানুষজন। অনেকেই আবার মোবাইল বন্দী করলেন সেই ছবি।

আরও পড়ুন: গত বছর শারদোৎসবে সাড়া ফেলে দেওয়া নিউটাউনের ‘কোমল গান্ধার’ এ বার অশোকনগরে

তবে হঠাৎ কেন এমন কাজ করলেন তারা! জানা যায়, অশোকনগর পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যাতে এলাকায় কোন রকম পতঙ্গবাহিত রোগের হানা না ঘটে, তার জন্যই এখন থেকে প্রতিদিন এলাকা পরিষ্কারের বিশেষ দায়িত্ব ভার সামলাবেন শতাধিক এই পৌরকর্মীরা। এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি কল্যাণগড় বাজার, কচুয়া মোড়, আট নম্বর কালিবাড়ি মোড়, বিল্ডিং মোড় সহ বিভিন্ন জায়গায় চলে এই কর্মকাণ্ড।

আরও পড়ুন: থমকে অশোকনগরের ওএনজিসি প্রকল্প, রাজ্য-কেন্দ্র সংঘাতেই কি আটকে বিপুল কর্মসংস্থান!

বৃষ্টি মাথায় করেই রাস্তা ঝাড় দিতে দেখা যায় পৌর প্রশাসনের কর্তাদের। এরই সঙ্গে এখন থেকে সকালের পাশাপাশি রাত্রেও পৌর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ময়লা নেওয়ার কাজ চালানো হবে বলেও জানা গিয়েছে পৌরসভা তরফে। এদিনের এই বিরল ছবি দেখে রীতিমতো অবাক হলেন অশোকনগরের মানুষজনও, পাশাপাশি জনপ্রতিনিধিদের এমন ভূমিকায় দেখে খুশি এলাকাবাসীরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy