ঘটনাস্থলে এসে হাজির পুলিশের শীর্ষ আধিকারিকেরা

Assembly By-election: ভোটের আগের রাতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা! তরজায় তৃণমূল-বিজেপি

নদিয়া: উপনির্বাচনের ঠিক আগে বুধবার রাতভর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলে বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন মহিলা ও শিশুকে মারধর করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের।

আরও পড়ুনঃ বাগদা বিধানসভায় ভরা পদ্মের মাঝে কি ফুটবে ঘাসফুল! মাটি কামড়ে মধুপর্ণা 

ঘটনার খবর পেয়েই রাজ্য পুলিশের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়। বৃহস্পতিবার সকাল হতেই আক্রান্তদের বাড়িতে যান রানাঘাট জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। আক্রান্তরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্তারা। এলাকায় ভয়ের পরিবেশ থাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আক্রান্ত বিজেপি সমর্থক সুপ্রিয়া মণ্ডল জানান ‘গতকাল রাতে ২০ থেকে ৩০ জন গুন্ডা কালো কাপড়ে মুখ ঢেকে এলাকায় ভাঙচুর করে। আমরা যারা বিজেপি করি এমন বেশ কিছু বাড়ি টার্গেট করে তাণ্ডব চালায়। ভোট দিতে গেলে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। রাতে পুলিশকে বারবার বললেও অনেক পরে পুলিশ এসেছে’। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপির কর্মী সমর্থকদের দাবি উড়িয়ে দিয়ে তিনি পাল্টা দাবি করেন ‘বেশ সব জায়গাতেই মোটের ওপরে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি কর্মী সমর্থকরা নাটক করার চেষ্টা করছে।’

Mainak Debnath