Tag Archives: Bidhan sabha

মঙ্গলবার বেলা ১টায় শপথ নেবেন ৪ জয়ী প্রার্থী

মঙ্গলবার বিধানসভায় শপথ নিতে চলেছেন চার নতুন বিধায়ক৷  কার্যনির্বাহী কমিটির বৈঠকে শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের শপথ। রাজ ভবনের আপত্তি সত্ত্বেও চারজন নতুন বিধায়ককেই শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ফলে আগামিকালই শপথ নেবেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর৷ কয়েকদিন আগেই রাজ্পালের পরামর্শ উপেক্ষা করেই দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ৷

 

By Election Ranaghat Bagda: উপনির্বাচনে যুযুধান রাণাঘাট-বাগদা! বিধায়ক হতে পারবেন কি মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী? 

কলকাতা: রায়গঞ্জ ও রানাঘাট ২ টি লোকসভা আসনেই এবার জয়ী হয়েছে বিজেপি। রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের ফলাফলে চোখ রাখলে দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ৯৩ হাজার ৪০২টি ভোট। যেখানে তৃণমূল পেয়েছে মাত্র ৪৬ হাজার ৬৬৩ ভোট। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৫৬৮টি ভোট আর তৃণমূল পেয়েছে ৮৬ হাজার ৬৩২ ভোট। এই ২ লোকসভা কেন্দ্রে যে ২ জন তৃণমূল প্রার্থীর কার্যত ভরাডুবি হয়েছে, ২ মাসের মধ্যে তাঁদেরকেই ফের টিকিট দিয়েছে দল।

যদিও বনগাঁর পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বাগদা বিধানসভা থেকে টিকিট দেয়নি দল। বদলে টিকিট দেওয়া হয়েছে ঠাকুরবাড়ির তরুণ প্রজন্মের সদস্য মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক। একুশের বিধানসভা ভোটে, রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু ভোটে জিতে ওই বছরেরই অক্টোবর মাসে যোগ দেন তৃণমূলে। এবারের লোকসভা ভোটে, কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ কেন্দ্র থেকে, প্রার্থী করে তৃণমূল। সেই সময় বিধায়ক পদ ছেড়ে তৃণমূলের টিকিটে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি।

রানাঘাট দক্ষিণে প্রার্থী হন মুকুটমণি অধিকারী। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক। বর্তমানে তৃণমূলে লোকসভা ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন মুকুটমণি। বাগদায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। মমতাবালা ঠাকুরের মেয়ে তিনি।
মানিকতলায় তৃণমূল প্রার্থী হয়েছেন সুপ্তি পাণ্ডে। তিনি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, বাগদা বিধানসভা কেন্দ্রে ২০ হাজার ৬১৪ ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বাগদা থেকে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। তাঁর জয়ের মার্জিন ছিল ৯,৭৯২ (৪.৪৯ শতাংশ)। তবে পরে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। আর লড়াই করেন বনগাঁ লোকসভা কেন্দ্রে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে ১৬ হাজার ৫১৫ ভোটে (৬.৮৮ শতাংশ) জিতেছিলেন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। যিনি লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটে রানাঘাট থেকে লড়াই করেন। কিন্তু ২০২১ সালে তিনি যে বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন, সেখানে ৩৬,৯৩৬ ভোটের লিড পান বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তাঁর জয়ের মার্জিন ছিল ২০হাজার ৭৪৮ (১৩.০২ শতাংশ)। যিনি পরবর্তীতে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়াই করেন। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুয়ায়ী, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৪৬,৭৩৯ ভোটের লিড পেয়েছে বিজেপি। অর্থাৎ বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের অর্ধেক ভোট পান তৃণমূল প্রার্থী।

Assembly By-election: ভোটের আগের রাতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা! তরজায় তৃণমূল-বিজেপি

নদিয়া: উপনির্বাচনের ঠিক আগে বুধবার রাতভর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলে বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন মহিলা ও শিশুকে মারধর করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের।

আরও পড়ুনঃ বাগদা বিধানসভায় ভরা পদ্মের মাঝে কি ফুটবে ঘাসফুল! মাটি কামড়ে মধুপর্ণা 

ঘটনার খবর পেয়েই রাজ্য পুলিশের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়। বৃহস্পতিবার সকাল হতেই আক্রান্তদের বাড়িতে যান রানাঘাট জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। আক্রান্তরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্তারা। এলাকায় ভয়ের পরিবেশ থাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আক্রান্ত বিজেপি সমর্থক সুপ্রিয়া মণ্ডল জানান ‘গতকাল রাতে ২০ থেকে ৩০ জন গুন্ডা কালো কাপড়ে মুখ ঢেকে এলাকায় ভাঙচুর করে। আমরা যারা বিজেপি করি এমন বেশ কিছু বাড়ি টার্গেট করে তাণ্ডব চালায়। ভোট দিতে গেলে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। রাতে পুলিশকে বারবার বললেও অনেক পরে পুলিশ এসেছে’। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপির কর্মী সমর্থকদের দাবি উড়িয়ে দিয়ে তিনি পাল্টা দাবি করেন ‘বেশ সব জায়গাতেই মোটের ওপরে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি কর্মী সমর্থকরা নাটক করার চেষ্টা করছে।’

Mainak Debnath