Terrorist attack in Jammu and Kashmir

Terrorist attack in Jammu and Kashmir: কাশ্মীরে জঙ্গি হামলার জেরে খাদে পড়ল পূণ্যার্থীদের বাস, মৃত অন্তত ৯, তদন্তের দাবি মমতার

শ্রীনগর: ফের কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা। মন্দির থেকে ফেরার পথে খাদে পড়ল পূণ্যার্থীদের বাস। জঙ্গি হামলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনায় ইতিমধ্যেই মারা গিয়েছেন অন্তত ৯ জন, আহত ৩৩ জন।

সূত্রের খবর শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় তেরিয়াত গ্রামের কাছে জঙ্গি হামলার কবলে পড়ে বাসটি বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাসটিতে একাধিক বার হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। জঙ্গি হামলার জেরে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, যার ফলে খাদে পড়ে যায় ওই বাসটি। তার পরে উদ্ধারকাজে নেমে দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ আধিকারিকরা এসে এলাকাটি ঘিরে রেখেছেন।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন রাজ্যের দুই সাংসদ, পূর্ণমন্ত্রী কেউ নয়, দু’জনই প্রতিমন্ত্রী

রিয়াসি এলাকার সিনিয়র পুলিশ সুপার বলেন, “প্রাথমিক তদন্তে মনে হয়েছে জঙ্গিরা বাসের যাত্রীদের উপর গুলি চালাচ্ছিল। যার ফলে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক এবং বাসটি খাদে পড়ে যায়”।

ঘটনার জেরে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেচেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।