গ্রামের মহিলাদের উদ্যোগে চলছে খুঁটি পুজো 

Durga Puja 2024: সুন্দরবনের প্রত্যন্তে মহিলাদের উদ্যোগে এবারের দুর্গাপুজো

উত্তর ২৪ পরগনা: মাতৃশক্তির জয়! সুন্দরবনের মহিলাদের উদ্যোগে দুর্গাপুজোর শুভ সূচনা। প্রচীনে এক সময় মাতৃপ্রধান ছিল ভারতীয় সমাজ। নারীশক্তির সেই জয়ের সঙ্গে আন্তর্যোগ রয়েছে দুর্গাপুজোর। সে কথাই মনে করিয়ে দিচ্ছে সুন্দরবনের মহিলারা।

ছোট থেকেই নদীর স্রোত ও গতিবিধি দেখে অভ্যস্ত সুন্দরবনের মায়েরা। কয়েকজন গৃহবধূ হঠাৎ একদিন ঠিক করেন যে তারাও দুর্গা পুজোর আয়োজন করবেন। সেই ভাবনা মাথায় আসা মাত্রই এক যোগে ঝাঁপিয়ে পড়েন। অন্য কিছু চিন্তা না করেই কী করে সেই পুজোর সফল করা যায় তা নিয়ে পরিকল্পনা করেন তারা।

আরও পড়ুন: ফালাকাটা পুরসভা এলাকায় এখনও চলে নৌকা

সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া নতুনহাটে দুর্গাপুজোর উদ্বোধন হল খুঁটিপুজোর মাধ্যমে। প্রথম বছরের এই পুজো সাড়া ফেলে দিয়েছে এলাকায়। সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকার মানুষজনকে আগে প্রতিমা দর্শনের জন্য দূরে যেতে হত। সেই ভাবনা থেকে এলাকায় পুজো করার চিন্তাভাবনা শুরু হয়। সেই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে গ্রামের মহিলারা। এরপর মহিলারাই একত্রিত হয়ে পুজো কমিটি গড়ে তোলে। নাম দেওয়া হয় “মাতৃ সংঘ”। ঠিক যেন মাতৃত্বের বন্দনা, মাতৃ শক্তির জয়।

ভবিষ্যতে এই পুজো চালিয়ে যেতে চান তাঁরা। গ্রামের মহিলারা একত্রিত হয়ে এভাবে একটি বড় প্রয়াস নেওয়া যায় সেটি তাঁরা দেখিয়ে দিয়েছেন। এই পুজো উপলক্ষ্যে অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ভাবনাও রয়েছে আয়োজকদের মধ্যে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এভাবে মহিলাদের এগিয়ে এসে পুজো করার এই উদ্যোগ নজর কেড়েছে সকলের।

জুলফিকার মোল্যা