অটো চলবে নাকি টোটো? চালকদের বিবাদের জেরে বন্ধ দুই পরিষেবা! বড় সমস‍্যায় নিত‍্যযাত্রীরা

Auto-Toto: অটো চলবে নাকি টোটো? চালকদের বিবাদের জেরে বন্ধ দুই পরিষেবা! বড় সমস‍্যায় নিত‍্যযাত্রীরা

মহেশতলা: অটোতে উঠবে যাত্রী না টোটোতে এই বিবাদের জেরে মহেশতলার ২৩ নম্বর ওয়ার্ডের ডাকঘর অটো স্ট্যান্ডে বন্ধই হয়ে গেল যাত্রী পরিষেবা। যার জেরে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। অটো চালকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিলেন এলাকায় বেআইনি ভাবে টোটো চলছে।

আগেও এই নিয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছিল। কিন্তু পরিস্থিতি আগের মতো রয়েই গিয়েছে। এদিকে টোটো চালকদের দাবি তারা এলাকায় নিয়ম মেনেই টোটো চালান। বাইরে থেকে অনেকে এসে অসুবিধা সৃষ্টি করে। দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ হয়ে যায় পরিষেবা।

আরও পড়ুন: ভাত রান্নার আগে করুন এই ছোট্ট কাজ! হাতের মুঠোয় ব্লাড সুগার, একলাফে বেড়ে যাবে পুষ্টিগুণ

প্রথমে অটো চালকরা একত্রিত হয়ে টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে দেয়। এরপর টোটো চালকরাও একত্রিত হয়ে চট্টা পঞ্চায়েতের সামনে অটো চালকদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

এদিকে এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ডাকঘর থেকে চট্টা হয়ে মহিষগোট পর্যন্ত অটো ও টোটো পরিষেবা। ফলে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। দ্রুত এই সমস্যার সমাধান হোক এখন এটাই চাইছেন সকলে। বর্তমানে অটো ও টোটো চালকদের এই বিবাদে কেন সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

নবাব মল্লিক