খালি পায়ে রাস্তায় হাঁটছেন মহাদেব 

West Medinipur News: কৈলাস থেকে সোজা মর্তে? গরমের রাস্তায় খালি পায়ে মহাদেব

বাইরে প্রচন্ড উত্তাপ। সূর্য তখন মাথার উপর। এর মাঝে গরম রাস্তার উপর দিয়ে খালি পায়ে হেঁটে বেড়ালেন স্বয়ং মহাদেব। যা দেখে হতবাক সকলে।
বাইরে প্রচন্ড উত্তাপ। সূর্য তখন মাথার উপর। এর মাঝে গরম রাস্তার উপর দিয়ে খালি পায়ে হেঁটে বেড়ালেন স্বয়ং মহাদেব। যা দেখে হতবাক সকলে।
কৈলাস থেকে মর্তে নেমে এলেন দেবাদিদেব মহাদেব? হাতে ডুগডুগি, অন্য হাতে ত্রিশূল। বাঘছাল পরে বাজারের রাস্তায় তিনি।
কৈলাস থেকে মর্তে নেমে এলেন দেবাদিদেব মহাদেব? হাতে ডুগডুগি, অন্য হাতে ত্রিশূল। বাঘছাল পরে বাজারের রাস্তায় তিনি।
রাস্তা যখন আগুন সমান গরম, তখন সেই রাস্তায় এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়ালেন মহাদেব। শুধুমাত্র বাঘছালের পোশাক পরা।
রাস্তা যখন আগুন সমান গরম, তখন সেই রাস্তায় এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়ালেন মহাদেব। শুধুমাত্র বাঘছালের পোশাক পরা।
সং সেজে গরমের দুপুরে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছেন এক বহুরূপী। যিনি এদিন মহাদেব সেজেছেন।
সং সেজে গরমের দুপুরে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছেন এক বহুরূপী। যিনি এদিন মহাদেব সেজেছেন।
পশ্চিম মেদিনীপুরের বেলদা তে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেছেন এই ব্যক্তি। সকাল থেকে বেরিয়েছেন তিনি। যদিও তিনি তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক।
পশ্চিম মেদিনীপুরের বেলদা তে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছেন এই ব্যক্তি। সকাল থেকে বেরিয়েছেন তিনি। যদিও তিনি তার পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক।
বেলদার চা ব্যবসায়ী মুন্না জসওয়াল বলেন, তিনি দুপুরের এই গরমে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে টাকা সংগ্রহ করছেন। তবে তার পোশাক আশাক দেখে অনেকের ভালো লেগেছে। মহাদেব সেজে ডুগডুগি বাজিয়ে তিনি টাকা সংগ্রহ করছেন।
বেলদার চা ব্যবসায়ী মুন্না জসওয়াল বলেন, তিনি দুপুরের এই গরমে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে টাকা সংগ্রহ করছেন। তবে তার পোশাক আশাক দেখে অনেকের ভালো লেগেছে। মহাদেব সেজে ডুগডুগি বাজিয়ে তিনি টাকা সংগ্রহ করছেন।