বিশ্ববিদ্যালয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে জেলায়! ভাড়া বাড়িতেই চলছে পঠন পাঠন

South Dinajpur News: ভোটের মুখে ফের জায়গা বদল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের! সংকটে পড়াশুনা

দক্ষিণ দিনাজপুর: ফের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ঠিকানা বদল। বিশ্ববিদ্যালয়ের তরফে নতুন ঠিকানার নোটিস জারি করা হয়েছে। নেই কোনও স্থায়ী ভবন। বিশ্ববিদ্যালয় কে ‌যেতে হচ্ছে বেসরকারি বি এড কলেজে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন এখন অন্যতম ইস্যু। বালুরঘাটে বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

তাই বিশ্ববিদ্যালয়ের জন্য পতিরামেও জায়গা দেখা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে জেলায়। জানা গেছে, প্রায় আট বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জট কাটিয়ে অবশেষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ২০২০ সালের শেষে পথচলা শুরু করে।এবিষয়ে, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অভিযোগ, “আট বছর আগে তৈরি হওয়া ইউনিভার্সিটির একটা ইঁট গাঁথতে পারেনি রাজ্য সরকার। ২০২০ সালে ঘোষণা হলেও এখনও পর্যন্ত স্থায়ী ঠিকানা তৈরি হয়নি।”

আরও পড়ুন: দামি দামি ডিও-পারফিউম নয়, এই ৪ টুকরো কাজে লাগান! ঘামের ‘পচা’ গন্ধ তাড়ানোর সেরা ভরসা

অন্যদিকে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র বলেন,”উনি ইউনিভার্সিটিতে পড়াতে পারেন কিন্তু ইউনিভার্সিটি কিভাবে তৈরি হয় সেটা ওনার জানা নেই। একটা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে সময় লাগে।”বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসের খোঁজে। কিন্তু ফল মিলছে না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী