ভাঙা বাঁশের সাঁকো 

Bamboo Bridge Broken: নদীর স্রোতে ভেঙেছে বাঁশের সাঁকো, জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত

মালদহ: যোগাযোগের একমাত্র ভরসা ছিল নড়বড়ে বাঁশের সাঁকো। কিন্তু টানা বৃষ্টিতে নদীর জল বৃদ্ধি পেতেই স্রোতের তোড়ে ভেঙে গিয়েছে সেই সাঁকো। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দার। এই পরিস্থিতিতে এখন ভরসা রাখতে হচ্ছেয় ছোট নৌকা। তাতে করেই চলছে এই বর্ষায় ফুঁসতে থাকা নদীতে ঝুঁকি নিয়ে পারাপার। এমনই অবস্থা কালিয়াচকের দক্ষিণ চন্ডিপুর এলাকার বাসিন্দাদের।

ঝুঁকি নিয়ে এই নো-পারাপার করছে শুধু যে গ্রামের বড়রা করছে তা নয়, খুদে স্কুল পড়ুয়া থেকে গ্রামের বাসিন্দারা নিত্যদিন এই ভাবেই চলাচল করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি থেকে স্থায়ীভাবে নিষ্কৃতি পেতে নদীর উপর স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মালদহের কালিয়াচক-২ ব্লকের দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের ভাগীরথী নদীর উপর সেতু ভেঙে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী সেতু তৈরি করে দেওয়ার। তবে পাকা সেতু তৈরি না হওয়ায় বাঁশের সাঁকোই ভরসা।

আর‌ও পড়ুন: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়, সারারাত তল্লাশির পর সকালে কিশোরের দেহ উদ্ধার

গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই নদীর জল বৃদ্ধি পেয়ে ভেঙে পড়ে এই বাঁশের সাঁকো। বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু। স্কুল, হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়েই নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর। বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে। সাঁকো ভেঙে পড়ে নদীতে। এবছরও তার ব্যতিক্রমী হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু। ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ চন্ডিপুর গ্রামের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা দীপক মণ্ডল এই প্রসঙ্গে বলেন, প্রতিবছর এই বাঁশের সেতু ভেঙে পড়ে। আমাদের সমস্যা হয় নদী পারাপার করতে। এবছর পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা নদীর উপর পাকা সেতুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।

তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। ভরা বর্ষায় ভাগিরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা। গ্রামের ছোট ছোট শিশুদের নৌকায় করে স্কুল পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কারণ যে কোন‌ও মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান সামসুন নেহার বলেন, বিষয়টি স্থানীয় মন্ত্রীকে জানানো হয়েছে। নদীর উপর সেতু তৈরি করতে অনেক টাকা খরচ হবে। পঞ্চায়েতের দ্বারা এই কাজ সম্ভব নয়। তাই বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে।

হরষিত সিংহ