স্কুল

Alipurduar News: পড়ুয়া অসুস্থ হওয়ার জের! জটেশ্বর প্রাথমিক বিদ‍্যালয়ে চালু হল মর্নিং স্কুল

আলিপুরদুয়ার: অস্বস্তিকর গরমের হাত থেকে পড়ুয়াদের মুক্তি দিতে স্কুল মর্নিং শিফটে শুরু করেছে জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক স্কুল। তপ্ত দুপুরে প্রাথমিকের পড়ুয়াদের গরমের হাত থেকে রেহাই দিতে স্কুলের সময় এগিয়ে আনা হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক স্কুলের সময় সকাল ১০টা ৫০-এর পরিবর্তে সকাল সাড়ে ছ’টায় করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে সকালের শিফটে স্কুল চালু হল জটেশ্বর বোর্ড ফ্রী প্রাথমিক স্কুলে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
অভিভাবকদের একাংশ জানাচ্ছেন, প্রচণ্ড গরমে স্কুলে গিয়ে হাঁসফাঁস করছে পড়ুয়ারা। অসুস্থও হয়ে পড়ছে অনেকে। সেই সময়ে পরিস্থিতি অবর্ণনীয় হয়ে উঠছে। দুঃসহ গরমে শরীরে জল কমে গিয়ে দেখা দিচ্ছে ‘ডিহাইড্রেশন’ সমস্যাও।

আরও পড়ুন:ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা! সকালে স্কুলের দাবি অভিভাবকদের

জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক স্কুলের এই সিদ্ধান্তে পড়ুয়ারা গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাবে। এদিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন জানিয়েছেন,’এই আবহাওয়া পড়ুয়াদের অস্বস্তিতে ফেলেছে। সব দিক বিবেচনা করে আমরা সকালে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছি।’ আলিপুরদুয়ার জেলার এই প্রথম কোনও বিদ্যালয় মর্নিং শিফটে স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে এবং জেলা শিক্ষা দফতরে বিষয়টি জানানো হয়েছে। আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey