চলছে বাঁধ দেওয়ার কাজ

Bangla Video: অচিন্তনগরে বাঁধের কাজ নিয়ে চাপান-উতর এলাকায়

দক্ষিণ ২৪ পরগনা: অচিন্তনগরে নদী বাঁধ রক্ষার জন্য শুরু হয়েছিল বাঁশের বাঁধ দেওয়ার কাজ। সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর এরপর এই কাজের দায় কার তা নিয়ে শুরু হয়েছে চাপান-উতর।

কাজ দেখাশোনার জন্য এক ব্যক্তি হরচাঁদ বেরা জানিয়েছেন, বাঁশ পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে কাজ করতে হচ্ছে। প্রাশাসনিক আধিকারিকরা এসে দেখে যাচ্ছেন কাজ, কোনো অসুবিধা নেই।যদিও গ্রামবাসীরা সেই দাবি মানতে নারাজ এ নিয়ে ভোলানাথ প্রামাণিক নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এইভাবে কাজ চলছে সব মেনে নিতে হচ্ছে। যদি বিপর্যয় আসে তাহলে পরে দেখা যাবে।

আরও পড়ুনঃ বিদ্যালয়ে আস্ত একটা রেলগাড়ি, রয়েছে স্টেশনও! স্কুলের কর্মকান্ডে অবাক হবেন

উল্লেখ্য যেখানে কাজ হচ্ছে সেখান থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে একটি পুরানো সেতু। অভিযোগ এই সেতুর কারণেও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ কিছু গ্রামবাসী এই সেতুর একটা অংশ বন্ধ করার দাবি তুলেছেন। যদিও এই সব কিছুর পরও কাজ কিন্তু বন্ধ নেই। জোরকদমে সব কাজ চলছে। দুটি বাঁশের বেড়িবাঁধ দেওয়া হচ্ছে পরপর। যাতে হঠাৎ করে জলের আঘাতে বাঁধে ক্ষতি না হয়। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন এতে কোনো কাজ হবেনা, সমস্যা থেকেই যাবে।এখন দেখার কাজ শেষের পর কি হয় বাঁধে।

নবাব মল্লিক