শংকর আঢ্য

North 24 Parganas News: রেশন দুর্নীতিতে ৮ মাস পর জামিন শংকর আঢ্যর, বাড়ি ফিরেই বিস্ফোরক মন্তব্য, কী বলছেন নেতা

উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার। দীর্ঘ আট মাস পর জামিনে মুক্তি পেলেন বনগাঁর প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য। খবর পৌঁছতেই রীতিমত আনন্দে মাতেন অনুগামীরা। এদিন বাড়ি ফিরে বিস্ফোরক বনগাঁর এই নেতা। তিনি দাবি করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। বাড়ি ফিরেই এমন দাবি ঘিরে প্রশ্ন। তাঁর গ্রেফতারের পরই আঢ্য পরিবার বলেছিলেন তিনি নির্দোষ, তাঁকে নাকি ফাঁসানো হয়েছে।

দীর্ঘ কয়েক মাস ইডির হেফাজতে থাকার পর, অবশেষে আদালত জামিন মঞ্জুর করে। গভীর রাতে বনগাঁর বাড়িতে ফেরেন শংকর আঢ্য। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, তিনি ‘রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার’। রাজনীতিতে ফিরবেন কিনা সে বিষয়ে তিনি বলেন, ”এখনই সে নিয়ে কিছু ভাবছি না। তবে রাজনীতি ছাড়াও মানুষের পাশে দাঁড়ানো যায়।”

আরও পড়ুন: কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ, কোথাও বা ট্রেনে পাথর-বাসে আগুন, বিজেপির বাংলা বনধ কি আদৌ সফল

শংকর বাবু আরও বলেন, ”দলের প্রতি কোনও মান অভিমান বা অভিযোগ কিছুই নেই। এখনও পর্যন্ত দলের কারও সঙ্গেই যোগাযোগ হয়নি।” আপাতত বাড়িতেই সময় কাটাবেন বনগাঁর এই প্রাক্তন পৌর প্রধান। প্রশ্ন উঠছে, তবে কি রাজনীতিতে না ফিরে সাধারণ জীবনযাপন করবেন রেশন দুর্নীতিতে নাম জড়ানো এই নেতা?

Rudra Narayan Roy