Tag Archives: Bangaon

Lok Sabha Elections 2024: ২০মে পঞ্চম দফায় সীমান্তবর্তী বনগাঁ কেন্দ্রে ভোট, জেলার রাজনৈতিক প্রেক্ষাপট এক নজরে

বনগাঁ: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বনগাঁ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের অন্তর্গত পেট্রাপোল স্থল বন্দর, যা দেশের মধ্যে ব্যবসায়িক পণ্য আদান-প্রদান থেকে যাত্রী পরিবহনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, বনগাঁ লোকসভা কেন্দ্রের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে বাংলার মতুয়া আন্দোলন।

উত্তর ২৪ পরগণার অন্তর্গত নবগঠিত লোকসভা কেন্দ্র হল বনগাঁ। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসে বারাসত লোকসভা ভেঙে তৈরি হয় এই কেন্দ্র। যদিও বনগাঁ লোকসভা কেন্দ্রটি নদিয়া জেলা ও উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বিস্তৃত। ৭ বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত বনগাঁ লোকসভা। যেগুলি হল কল্যাণী, হরিণঘাটা বিধানসভা কেন্দ্র, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা বিধানসভা কেন্দ্র এবং গাইঘাটা ও স্বরূপনগর বিধানসভা কেন্দ্র। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্র গঠনের পর থেকে কেমন ছিল রাজনৈতিক প্রেক্ষাপট।

আরও পড়ুনঃ বাঁকুড়া গেলেও এই জায়গায় যাওয়া হয়নি? দ্বিতীয় বৃন্দাবন ঘুরে আসুন গরমের ছুটিতেই

প্রসঙ্গত, ২০০৯ সালে বনগাঁ লোকসভা কেন্দ্র তৈরির পর থেকেই এই কেন্দ্রটি ছিল তৃণমূলের দখলে। পরপর ১০ বছর এখান থেকে তৃণমূলের প্রতিনিধিরাই নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে এই কেন্দ্রের প্রথম নির্বাচনে জিতেছিলেন গোবিন্দচন্দ্র নস্কর। পরের নির্বাচনে জেতেন মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবীর ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর। কিন্তু, নির্বাচনে জেতার অল্প কিছুদিনের মধ্যেই তাঁর জীবনাবসান হয়। পরবর্তীকালে, বনগাঁ লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনে জিতে সাংসদ হন তার স্ত্রী মমতাবালা ঠাকুর।

বলে রাখা ভাল, রাজনীতির সমীকরণেও বর্তমানে মতুয়া ভোটব্যাঙ্কে দু’টি ভাগ রয়েছে। বিজেপির দিকেও যেমন ভোটব্যাঙ্ক রয়েছে এখানে, তেমনই রয়েছে তৃণমূলের ভোটব্যাঙ্ক। নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চর্চা মাঝেই বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্কের গুরুত্ব আরও বহু গুণ বেড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০০৯ সালে বনগাঁ লোকসভা নির্বাচনে অবশ্য ঠাকুরবাড়ির কোনও সদস্যকে প্রার্থী না করে, তৃণমূল পোড় খাওয়া অভিজ্ঞ রাজনীতিক গোবিন্দচন্দ্র নস্করকে নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামায়।

অতীতে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকেই ২০০৯ সালের লোকসভা ভোটে বনগাঁয় ব্যবহার করেছিল তৃণমূল। সাফল্যও মিলে ছিল হাতেনাতে। ৫ লক্ষ ৪৬ হাজার ভোট পেয়েছিল তৃণমূল। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৃষ্ণপদ মজুমদার সেই সময় পেয়েছিলেন ৪২ হাজার ৬১০ ভোট।

এরপর ২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও মতুয়া ভোট ব্যাঙ্ক হাতিয়ার করে, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কপিলকৃষ্ণ ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল। ৫ লক্ষ ৫১ হাজার ২৩১ ভোট পান তিনি। মোদি ম্যাজিকের হাত ধরে লোকসভা ভোটে বনগাঁতেও শক্তি বাড়িয়েছিল বিজেপি। ২ লক্ষ ৪৪ হাজার ৭৮৩ টি ভোট পেয়েছিলেন বনগাঁর সেই সময়ের বিজেপি প্রার্থী কেডি বিশ্বাস। কিন্তু এরপর কপিলকৃষ্ণ ঠাকুর সাংসদ থাকাকালীন অবস্থাতেই প্রয়াত হন। আর তাই ২০১৫ সালে বনগাঁ লোকসভায় উপনির্বাচন হয়। সেবারও তৃণমূল ফের বেছে নেয় ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতাবালা ঠাকুরকে। প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ভোট পান তিনি।

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি যে বনগাঁয় নিজেদের শক্তি বাড়াচ্ছে তা ২০১৪ সালের ভোট এবং ২০১৫ সালের উপনির্বাচনের পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে উঠেছিল। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী করে মতুয়া ঠাকুরবাড়ির গুরুত্বপূর্ণ সদস্য শান্তনু ঠাকুরকে। সেবার, নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হন ঠাকুরবাড়ির দুই সদস্য। একদিকে তৃণমূলের মমতাবালা ঠাকুর, অন্যদিকে বিজেপির শান্তনু ঠাকুর। ভোটে শান্তনু পান ৬ লক্ষ ৮৭ হাজার ৬২২ টি ও প্রতিদ্বন্দ্বী মমতা বালা ঠাকুর পান ৫ লক্ষ ৭৬ হাজার ০২৮ টি ভোট। প্রায় এক লক্ষের বেশি ব্যবধানে যেতেন বিজেপির তুরুপের তাস শান্তনু ঠাকুর। ২০১৯ এর নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৭ লক্ষ ৪ হাজার ৬৩২। এবারও ২০২৪ এর নির্বাচনে লড়াই মূলত দ্বিমুখী। তৃণমূল বনাম বিজেপি। তবে এবার আর মমতাবালাকে প্রার্থী করেনি তৃণমূল।

সম্প্রতি মমতাবালাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। সেই জায়গায় বিজেপি গত লোকসভা নির্বাচনে জয়ী ও কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানো শান্তনু ঠাকুরের উপরই আস্থা রেখেছে। তৃণমূল অবশ্য বাগদা কেন্দ্র থেকে বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী হয়ে দলবদল করে পরবর্তীতে তৃণমূলে আসা বিশ্বজিৎ দাসের উপরই বাজি ধরেছে। ফলে ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরই এবার একমাত্র ভোট ময়দানে।

২০২৪ এর নির্বাচনে সংরক্ষিত বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৩৬ হাজার ৩৭৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লক্ষ ৩৪ হাজার ৮৮৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯ লক্ষ ১ হাজার ৪১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র ৭২। বনগাঁ লোকসভা এলাকায় মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৯৩০, যার মধ্যে ৫৫০ কেন্দ্র স্পর্শকাতর বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল-সহ নির্দল প্রার্থী মিলিয়ে নমিনেশন জমা দিয়েছেন মোট ১৫ জন। দেশে নাগরিকত্ব আইন পাসের পর মতুয়া ভোট ব্যাংক এখন কোন দিকে রায় দেয়! বিশ্বজিৎ না শান্তনু এখন শেষ হাসি কে হাসে, সেদিকেই তাকিয়ে বনগাঁ লোকসভা।

Rudra Narayan Roy

Bangla News: লক্ষ লক্ষ টাকার হারানো গয়না এভাবে ফেরত পাওয়া যায়? বনগাঁর কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে

উত্তর ২৪ পরগনা: রাস্তায় কুড়িয়ে পেয়ে, হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না যুবতীকে ফেরাল দমকল বিভাগের কর্মীরা। গয়না ফিরে পেতেই চোখের জল ধরে রাখতে পারলেন না যুবতী। বর্তমান সমাজে বহুমূল্যের জিনিস এভাবে হারিয়ে পুনরায় ফেরত পাওয়ার ঘটনা দৃষ্টান্ত বলেই মনে করছেন স্থানীয়রা।

সীমান্ত এলাকা বাগদার বাজিতপুর থেকে শহরে এসে, বেখেয়ালে ব্যাগ ছিঁড়ে সোনার কিছু জিনিস হারিয়ে ফেলেন সাথী বিশ্বাস নামের ওই যুবতী। বিউটিশিয়ানের কাজ করেন তিনি। বনগাঁয় মালপত্র কিনতে এসে, একটি গেস্ট হাউসের সামনে গয়নাগুলি হারিয়ে যায় বলে জানান যুবতী। দিশেহারা হয়ে খোঁজাখুঁজি করলেও, একসময় হারানো গয়না ফিরে পাওয়ার আশা ছেড়েই দেন তিনি।

আরও পড়ুন: বার্ষিক প্যাকেজ ১১.৫ লাখ, বিপুল নিয়োগ আইটি জায়ান্ট টিসিএস-এ! আবেদন করুন

অপরদিকে, রাস্তায় কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা যুবতীর হাতে ফিরিয়ে দিলেন দমকম বিভাগের কর্মী। সোনার গয়না ফিরে পেয়ে চোখের জল যেন ধরে রাখতে পারলেন না যুবতী। অয়ন মণ্ডল নামে ওই ব্যক্তি বনগাঁ মতিগঞ্জের বাসিন্দা। সন্ধ্যায় তিনি স্কুল রোড ধরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেটটি তুলে খুলতেই দেখেন রয়েছে সোনার গয়না।

আরও পড়ুন: বজ্রবিদ্যুতের ঝলকানি-দমকা হাওয়ায় হবে তোলপাড়, ঝেঁপে বৃষ্টি নামবে কোন কোন জেলায়? আবহাওয়ার খবর

এরপর স্থানীয় থানায় জমা দেন লক্ষাধিক টাকার গয়নাগুলি। অবশেষে, এদিন পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে হারানো গয়না নিয়ে যান যুবতী। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন দমকল বিভাগের ওই কর্মীর সততাকে।

Rudra Narayan Roy

Math Sweet: ঠিক যেন খেলনা! কিন্তু এটাই ঠাকুরের প্রসাদ, চিনি তৈরি মঠ মিষ্টি কীভাবে তেরি হয় দেখুন ভিডিও

উত্তর ২৪ পরগনা: শুরু হচ্ছে ঠাকুরনগর বারুনী মেলার পূর্ণ স্নান। ইতিমধ্যেই ঠাকুরবাড়ি সংলগ্ন মেলার মাঠে বসেছে দোকানপাট, ভিড় জমাতে শুরু করেছে নানা প্রান্ত থেকে আসা ভক্তরাও। তবে এই ঠাকুরনগর মেলায় বিশেষ নজর কাড়ে পুতুল প্রসাদ। কদমা, বাতাসার পাশাপাশি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিবেদন করা হয় এই পুতুল প্রসাদ অর্থাৎ মঠমিষ্টি।

চিনির দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি এই প্রসাদের বিশেষ চাহিদা থাকে ভক্তদের মধ্যে। দিন কয়েক আগে থেকেই মেলার মাঠে এই খেলনা প্রসাদ তৈরির দোকান বসে গিয়েছে বেশ কয়েকটি। এখন দিনরাত এক করে চলছে এই খেলনা প্রসাদ তৈরির কাজ। ভাবছেন এ আবার কেমন প্রসাদ! তবে চলুন জেনে নেওয়া যাক কি ভাবে তৈরি হয় এই প্রসাদ।

আরও পড়ুন – Surya Grahan 2024: চাঁদের ছায়ায় ঢাকবে সূর্য, তারমধ্যে হাজির ‘শয়তান’ ৫৪ বছরে বিরল যোগ চৈত্র অমাবস্যায়, রাশিতে তোলপাড়

কারিগররা জানান, মূলত চিনির শিরা ব্যবহার করে ছাচে ফেলে তৈরি করা হয় এই মিষ্টি। ছাঁচে ফেলে ঠান্ডা করতেই শক্ত আকার ধারণ করে তা। মন্দির, পাখি সহ বিভিন্ন আকৃতির এই ছাঁচের মূর্ত ব্যবহার করেই তৈরি করা হয় এই খেলনা প্রসাদ।

প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয় এই খেলনা প্রসাদ। বারুনি মেলা অর্থাৎ ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলায় বিশেষ করে বিক্রি হয় এই খেলনা প্রসাদ। বহুভক্ত বাড়ির জন্য নিয়ে যান এই প্রসাদ। মেলা উপলক্ষে ভিন জেলা থেকে কারিগররা এসেছেন এই মিষ্টির পশরা নিয়ে। আগামী ৭ দিন এই মেলায় খেলনা প্রসাদ বিক্রি করেই লাভের আশা রাখছেন তারা।

Rudra Narayan Roy