প্রতীকী ছবি

Bangla News: ফেসবুক লাইভে হঠাৎ কী শুরু করলেন মহিলা পুলিশকর্মী? বীরভূম প্রশাসনে তোলপাড়

বীরভূম: জেলা পুলিশের মহিলাকর্মীর বার বার করজোড়ে নিবেদন, চোখের জলে শেষ বিদায় জানাতে ফেসবুক লাইভ? কী এমন ঘটল যার জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন লেডি কনস্টেবল?

পুলিশ সূত্রে খবর, সিউড়ি সাইবার ক্রাইম থানায় পোস্টিং ছিল মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের। ভোটের কারণে তাঁকে বাঁকুড়ার ইন্দাসে ‘ডিউটি’ দেওয়া হয়। কিন্তু তিনি মায়ের শারীরিক অবস্থার কারণ-সহ বেশ কয়েকটি অসুবিধার কথা জানিয়েছিলেন ঊর্ধ্বতনদের। যদিও তাঁর আবেদন শোনা হয়নি বলে অভিযোগ কর্মীর।

আরও পড়ুন: মুখে আনে রুচি, গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্যের যম এই সবজি প্রোটিনের খনি! আপনি খান তো?

জানা যায়, ছবিলা তাঁর জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বৃদ্ধ মা-বাবার জন্য একটি আশ্রম খুলেছেন। তিনি ‘স্বপ্নপুরী’ নামে একটি বৃদ্ধাশ্রম চালান। সেই বৃদ্ধাশ্রমের এক আবাসিকও অত্যন্ত অসুস্থ। এমনই একাধিক কারণে ভোটের ডিউটি না দেওয়ার অনুরোধ করেন পুলিশকর্মী৷ তবে তাতে কোনও লাভ হয়নি। তা সত্ত্বেও বাঁকুড়ায় তাঁকে ভোটের ডিউটি দেওয়া হয়৷ আর এরপরই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে একটি লাইভ করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করতে চান।

আরও পড়ুন: চোখের পাশে বলিরেখা, ত্বকে বয়সের ছাপ? এই এক টোটকায় ৫০ লাগবে ২৫-এর মতো! জানুন

কাঁদতে কাঁদতে ফেসবুক লাইভ-এ জানান, তাঁর মৃত্যুর জন্য দায়ী থাকবেন কয়েক জন পুলিশ আধিকারিক। এবং তাঁর মৃত্যু হওয়ার পর তিনি বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে দায়িত্ব দিচ্ছিলেন তাঁর বৃদ্ধাশ্রম চালানোর জন্য। যদিও ফেসবুক লাইভেই দেখা গেল এক মহিলা ছুটে এসে তাঁর হাত থেকে ব্লেডটি নিয়ে নেন। তার আগে বার কয়েক হাতে ব্লেডের খোঁচা দিয়ে ফেলেছেন মহিলা পুলিশকর্মী। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশের অন্দরে।

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, “বিষয়টি আমাদের কানে এসেছে। আমরা তদন্ত করে দেখছি।” জেলা পুলিশ সূত্রে খবর, ওই কর্মীর পরিবর্তে আগে কাউকে পাঠানো হয়নি। বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ায় বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্মীর পরিবার ও প্রশাসন মহলে।

সৌভিক রায়