প্রতীকী ছবি

Bangla News: ফের শুরু, দুই জেলায় ৩ মৃত্যু! সবজি তুলে গিয়ে ক্ষেতেই সব শেষ দম্পতির!

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: সাত সকালেই বজ্রপাতে দম্পতির মৃত্যু বাঁকুড়ার বড়জোড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার নতুনগ্রাম এলাকায়। জানা গেছে, মৃতদের নাম নিরঞ্জন সাঁতরা ও তারারানি সাঁতরা। বজ্রপাতে দম্পতির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাগাতার কয়েকদিন ধরে প্রবল ভ্যপসা গরমের পর বৃহস্পতিবার রাত থেকে বাঁকুড়ায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি।

বৃহস্পতিবার রাত দশটার পর থেকে প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালেও বিক্ষিপ্ত ভাবে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যেই গ্রাম লাগোয়া জমিতে সবজি তুলতে গিয়েছিলেন বড়জোড়া থানার নতুনগ্রামের বাসিন্দা নিরঞ্জন সাঁতরা ও তারারানি সাঁতরা। আচমকাই বজ্রপাতে সবজির জমিতেই লুটিয়ে পড়েন ওই দম্পতি।

আরও পড়ুন: পাল্টে গেল বেশভূষা, ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি! ১ জুন সন্ধ্যা পর্যন্ত কী ঘটতে চলেছে?

স্থানীয়রা দেখতে পেয়ে দম্পতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে জানিয়েছে বড়জোড়া থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। সরকারী নিয়ম অনুযায়ী পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে, পটাশপুরে বাজ পড়ে মৃত্যু হল একজনের। অপর দিকে এগরার নয়াপাড়ায় বাজ পড়ে গুরুতর আহত দুই। জানা যায়, শুক্রবার সকালে পটাশপুর থানার গঙ্গা সাগর এলাকায় এক কৃষক নাম চিরঞ্জিত ভূঁইয়া বয়স (২৮)। মাঠে বাদাম তুলতে গিয়েছিল সেই সময় বাজ পড়ে। স্থানীয়রা উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকৃত মৃত বলে ঘোষণা করেন। অপর দিকে, এগরা থানার নয়াপাড়া এলাকায় এক সঙ্গে কয়েক জন কৃষক বাদামের জমিতে বাদাম তুলছিল। সেই সময় বাজ পড়ে গুরুতর আহত হয় দুই জন কৃষক। সকলেই এগরা সুপার হাসপাতালে ভর্তি।