ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশ ও বাহির মোবাইলে বাড়িতে বসেই জানতে পারবেন অভিভাবক

Howrah News: একটি SMS-এই গোপন কথা ফাঁস! বাচ্চারা এই কাজটি করলেই খবর যাবে বাবা-মায়ের কাছে

হাওড়া: স্কুলছুট রুখতে হাওড়া দেউলপুর হাইস্কুলে বসল ফেস ডিটেকটেট ক্যামেরা! যার মাধ্যমে স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রবেশের পাশাপাশি স্কুলছুট হলেও সেই বার্তা পৌঁছবে অভিভাবকের ফোনে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুলছুট রুখতে এক অভিনব উদ্যোগ হাওড়া দেউলপুর হাই স্কুলের। সেখানে স্কুল অ্যালমনির ব্যবস্থাপনায় বসল ফেস ডিটেকটেট ক্যামেরা, যেখান থেকে স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকের এর কাছে মেসেজ পৌঁছবে ফোনে। অনুরূপভাবে স্কুলছুট হলেই সেই বার্তা পৌঁছবে অভিভাবকের ফোনে। মূলত এই ধরনের অত্যাধুনিক যন্ত্রাংশ, সাধারণত বেসরকারি স্কুলগুলিতে দেখা যায়। এবার সেই সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দেওয়া অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এটি।

আরও পড়ুনঃ সেকেন্ডে উধাও হেঁচকি, জলেই হবে কেল্লাফতে! শুধু পান করুন সহজ এই নিয়মে! নিমেষে স্বস্তি

এই সিস্টেমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ঢোকার আর বেরোনোর সময় তাঁদের মুখ চিহ্নিত করে তার এসএমএস যাচ্ছে ছাত্র-ছাত্রীদের বাবা-মায়েদের কাছে। যা ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য ব্যবস্থার থেকে বেশি সুবিধা জনক এবং ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজে কার্যকরী। কোন ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে আসছে আর বিদ্যালয়ে আসার নাম করে স্কুলছুট করছে তা ছাত্রছাত্রীদের বাবা-মায়েরা মোবাইলের এক এসএমএস এর মাধ্যমে সহজেই জানতে পারবেন।

এটি একটি অত্যন্ত ভাল পদক্ষেপ বলে জানালেন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, স্কুলের উন্নতিকল্পে স্কুল অ্যালমনি’র এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি বিদ্যালয়ে এই ধরণের উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয় বলে জানালেন এস আই পাঁচলা নর্থচক্র অমৃতা দে চৌধুরী। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর মত বাংলা মাধ্যমের সরকারি বিদ্যালয়গুলোতে পরিপূর্ণ পরিষেবা প্রস্তুত করার জন্য এক এক করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন দেউলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ বিশ্বাস |

রাকেশ মাইতি