হারিয়ে যাওয়া গহনা

Bangla News: লক্ষ লক্ষ টাকার হারানো গয়না এভাবে ফেরত পাওয়া যায়? বনগাঁর কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে

উত্তর ২৪ পরগনা: রাস্তায় কুড়িয়ে পেয়ে, হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না যুবতীকে ফেরাল দমকল বিভাগের কর্মীরা। গয়না ফিরে পেতেই চোখের জল ধরে রাখতে পারলেন না যুবতী। বর্তমান সমাজে বহুমূল্যের জিনিস এভাবে হারিয়ে পুনরায় ফেরত পাওয়ার ঘটনা দৃষ্টান্ত বলেই মনে করছেন স্থানীয়রা।

সীমান্ত এলাকা বাগদার বাজিতপুর থেকে শহরে এসে, বেখেয়ালে ব্যাগ ছিঁড়ে সোনার কিছু জিনিস হারিয়ে ফেলেন সাথী বিশ্বাস নামের ওই যুবতী। বিউটিশিয়ানের কাজ করেন তিনি। বনগাঁয় মালপত্র কিনতে এসে, একটি গেস্ট হাউসের সামনে গয়নাগুলি হারিয়ে যায় বলে জানান যুবতী। দিশেহারা হয়ে খোঁজাখুঁজি করলেও, একসময় হারানো গয়না ফিরে পাওয়ার আশা ছেড়েই দেন তিনি।

আরও পড়ুন: বার্ষিক প্যাকেজ ১১.৫ লাখ, বিপুল নিয়োগ আইটি জায়ান্ট টিসিএস-এ! আবেদন করুন

অপরদিকে, রাস্তায় কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা যুবতীর হাতে ফিরিয়ে দিলেন দমকম বিভাগের কর্মী। সোনার গয়না ফিরে পেয়ে চোখের জল যেন ধরে রাখতে পারলেন না যুবতী। অয়ন মণ্ডল নামে ওই ব্যক্তি বনগাঁ মতিগঞ্জের বাসিন্দা। সন্ধ্যায় তিনি স্কুল রোড ধরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেটটি তুলে খুলতেই দেখেন রয়েছে সোনার গয়না।

আরও পড়ুন: বজ্রবিদ্যুতের ঝলকানি-দমকা হাওয়ায় হবে তোলপাড়, ঝেঁপে বৃষ্টি নামবে কোন কোন জেলায়? আবহাওয়ার খবর

এরপর স্থানীয় থানায় জমা দেন লক্ষাধিক টাকার গয়নাগুলি। অবশেষে, এদিন পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে হারানো গয়না নিয়ে যান যুবতী। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন দমকল বিভাগের ওই কর্মীর সততাকে।

Rudra Narayan Roy