ব্যাগে কী?

Bangla News: গাড়ির ভিতরে ভর্তি লোক, ব্যাগের মধ্যে ওগুলো কী! পুলিশ যা পেল, চমকে উঠল জলপাইগুড়ি

জলপাইগুড়ি: জল্পেশ তথা ভোলেব্যোম যাওয়ার সময় বহু দুর্ঘটনার সম্মুখীন হয় পুন্যার্থীরা, তার মূল কারণ হিসেবে উঠে আসছে মদ্যপান। সেই দুর্ঘটনার হাত থেকে পুণ্যার্থীদের বাঁচাবার জন্য অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন।

ভোলেব্যোম যাত্রীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে নষ্ট করল পুলিশ। দুর্ঘটনায় এড়াতে পুলিশের তরফে আগেই সতর্ক করা হয়েছিল যাতে মদ্যপান করে এবং মদ নিয়ে ভোলেব্যোম যাত্রা কেউ না করেন। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে গাড়িতে করে মদ নিয়ে যাচ্ছিল অনেকে।

আরও পড়ুন: রাজ্যের কলেজগুলির এত আসন ফাঁকা! উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা গেল কোথায়! এবার ‘বড়’ কাজ প্রধান শিক্ষকদের

রবিবার রাতে ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় ভক্তদের গাড়ি, বাইক , টোটো দাঁড় করিয়ে তল্লাশি চালায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য-সহ ট্রাফিক ওসি।

আরও পড়ুন: ত্বকের জেল্লা বাড়াতে সিদ্ধহস্ত এই সহজলভ্য সবজি! ‘গ্লাস স্কিন’ পেতে খান ও মুখে মাখুন

এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়া প্রায় প্রতিটি গাড়িতেই তল্লাশি চালায় পুলিশ। প্রায় অধিকাংশ গাড়ি থেকেই উদ্ধার হয় মদ এবং বিয়ার। উদ্ধার হওয়া মদ এবং বিয়ারগুলি মাটিতে ঢেলে নষ্ট করে পুলিশ।

সুরজিৎ দে