চা বাগানের প্রতীকী ছবি

Bangla News: সবুজ চা বাগানের গভীরে ভয়াবহ আওয়াজ! শেষে ‌যা উদ্ধার হল, দেখলে চমকে যাবেন

জলপাইগুড়ি: সকাল সকাল এ কেমন গর্জন! কে ডাকছে এভাবে? বাইরে বেরোতেই ভয়ে চোখ ছানাবড়া! ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায় চিতাবাঘের আতঙ্ক নতুন কিছু নয়। হামেশাই চিতাবাঘের লোকালয়ে হানা দেওয়া কিংবা মানুষের সঙ্গে সংঘাতের খবর সংবাদের শিরোনামে উঠে আসে।

সম্প্রতি বেশ কয়েকদিন ধরে লোকালয়ে চিতাবাঘের আনাগোনা টের পেয়ে আতঙ্কগ্রস্ত হয়েই দিনের পর দিন কাটাতে হচ্ছিল ডুয়ার্সের বানারহাট ব্লকের রিয়া চা বাগান সংলগ্ন এলাকাবাসীদের। বন দফতরের সহযোগিতাও চেয়েছিলেন তারা। এদিন এলাকাবাসীদের আতঙ্ক সত্যি করে খাঁচা বন্দী হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

আরও পড়ুন: ভারী বৃষ্টি আপাতত উধাও! ফিরছে ভ্যাপসা গরম, ফের বৃষ্টি কবে গৌড়বঙ্গে? আবহাওয়ার বড় খবর  

সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়া বাড়ি চা বাগানে খাঁচা বন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রিয়া বাড়ি চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। বাগানের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। কিছুদিন আগে রিয়া বাড়ি চা বাগানের ৮ নং সেকশনে খাঁচা পাতে বন দফতর।

আরও পড়ুন: পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে দেশের এই স্কুল, কোনটি জানেন?

সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দি হল চিতাবাঘ। এদিন চিতাবাঘের গর্জন শুনে শ্রমিকেরা এগিয়ে গিয়ে দেখে ওই খাঁচায় বন্দি হয়েছে একটি চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়।

সুরজিৎ দে