ত্রৌনক

Bangla News: জিম সেরে বাড়ি ফেরার পথে গঙ্গায় স্নান তরুণ বডি বিল্ডারের! নদী থেকে আর উঠে এল না ত্রৌনক, মর্মান্তিক

হুগলি: জিম সেরে বাড়ি ফেরার পথে গঙ্গায় স্নান! চরম পরিণতি কোন্নগরের তরুণ বডি বিল্ডারের। ঘটনাটি ঘটেছে কোন্নগর বারোমন্দির ঘাটে সকাল সাড়ে আটটা নাগাদ। মৃত ওই যুবকের নাম ত্রৌনক গোস্বামী।

বছর ২০-র ওই যুবক কোন্নগর আনন্দম এলাকার বাসিন্দা। ঘটনায় বারোমন্দিরে ঘাটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে আটটা নাগাদ জিম সেরে গঙ্গায় এক বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিলেন ত্রৌনক। স্নান সেরে উঠে পরবর্তী সময়ে পা ধোয়ার জন্য আবারও জলে নেবে ছিলেন সেই সময়েই জলের স্রোতে তলিয়ে যায় ওই যুবক।

আরও পড়ুন: ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই দক্ষিণে, এরই মধ্যে স্বস্তির খবর! কবে নামবে বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

সঙ্গে থাকা বন্ধু বাঁচানোর জন্য গামছা ছুড়লেও তা ধরতে পারেনি। তারপরেই জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয়। বিপর্যয় মোকাবিলা দলের কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই বারমন্দির ঘাটের সংলগ্ন এলাকা থেকেই ওই দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: তীব্র গরমে আর স্কুল নয়, বিরাট সিদ্ধান্ত সরকারের! লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় স্বস্তির খবর

এই ঘটনার পর থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছু বছর আগে পর্যন্ত বারোমন্দির ঘাটের সেফটি মেজারমেন্ট স্বরূপ দড়ি, টিউব ও লাইভ জ্যাকেট রাখা থাকতো। কিন্তু বর্তমান সময়ে সেসব কিছুই আর অবশিষ্ট নেই। স্থানীয়দের দাবি, যদি এই সমস্ত সরঞ্জাম থাকত তাহলে হয়তো আজ ছেলেটিকে বাঁচিয়ে নেওয়া যেত।

ঘটনায় গভীর শোকের ছায়া মৃত ওই যুবকের পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে। তার বন্ধুদের কথায়, আগামী মাসেই বডি বিল্ডিং কম্পিটিশনে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছিল ত্রৌনক। বুধবার সকালে প্রতিদিনের মতো জিম করতে গিয়েছিল সে। গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু শেষ পরিণতি হল এমন মর্মান্তিক।

রাহী হালদার