সোনার গয়না 

Bangla News: সোনার গয়না চকচক করে দেবে, বাড়িতে ঢুকল কে! বড় বিপদ কিন্তু অপেক্ষা করে আছে

রায়গঞ্জ: কখনও পাউডার বিক্রি করার নামে, কখনও বা পারফিউম বিক্রি করার নামে দিনে দুপুরে বিভিন্ন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের প্রায় দিনই ঘুরে বেড়াতে দেখা যায় গৃহস্থের বাড়িতে বাড়িতে। আর এই সমস্ত অজ্ঞাত মানুষদের বাড়িতে ঢুকতে দিলেই হতে পারে বিপত্তি। জেলা প্রশাসন থেকে বারবার করে সচেতন করা হলেও মানুষ একই ভুল করে যাচ্ছেন।

সম্প্রতি এরকম ঘটনা আবারও চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ইসলামপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী দাস। কয়েক বছর পড়তে না পড়তেই তাঁর সোনার গয়নাটা কালো হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের অভাবে স্বর্ণকারের কাছে যাওয়া হচ্ছিল না। এরপরেই বাড়িতে ক্রেতা সেজে আসা অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে নিজের মূল্যবান গয়না পরিষ্কার করতে গিয়ে হয়ে গেল বিপত্তি। সোনা পরিষ্কার করার নাম করে সোনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য পুরো ইসলামপুর জুড়ে। এ বিষয়ে ইসলামপুর থানায় অভিযোগ জানান সেই মহিলা।

লক্ষ্মী দাস জানান, বাড়িতে দুপুর ১১ টা নাগাদ হঠাৎ দুজন যুবক আসেন । এসে সোনা পরিষ্কার করে দেবেন বলে টোপে ফেলেন লক্ষী দেবী কে।। অচেনা ব্যক্তিদের কথামতো লক্ষী দেবী ও তার মেয়ে তাঁর কিছু সোনা নিয়ে এসে পরিষ্কার করতে দিলেই সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। জানা যায় মাত্র এক মিনিটের মধ্যেই বাড়িতে এসে প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় সেই দুষ্কৃতীরা।

আরও পড়ুন: পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে, যেখান থেকে মহাকাশ একদম কাছে, কিন্তু পৃথিবীর সব জায়গা দূরে! বলুন তো কোথায়?

এ ব্যাপারে সেই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম দাস বলেন, এটি বেশ দুঃখজনক ঘটনা। তবে জেলা পুলিশ সহ পৌরসভা থেকেও বিভিন্ন ধরনের সচেতনাতামূলক শিবির করেওনাগরিকদের এ বিষয়ে সচেতন করা হলেও বেশিরভাগ মানুষেরাই এ বিষয়ে তেমন কানে দেন না। তবে যখন তারা এই ধরনের একটা ফাঁদে পড়ে যান তখন তাদের হুশ জ্ঞান হয়। তাই আবারও বারবার বলব অচেনা মানুষদের বাড়িতে ঢুকতে দেবেন না। তাদের কাছ থেকে কোন জিনিস লেনদেন করবেন না। নইলেই ঘটে যেতে পারে ভয়াবহ বিপত্তি।

—-  পিয়া গুপ্তা