ঘটনাস্থলের ছবি

Bangla News: পরিত্যক্ত ডোবা থেকে আসছে কান্নার আওয়াজ, সামনে যেতেই চক্ষু চড়কগাছ সকলের! ভয়ঙ্কর কাণ্ড চুঁচুড়ায়

হুগলি: সোমবার সকালে চুঁচুড়া লেনিননগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার প্লাস্টিকে মোরা সদ্যোজাত শিশু। সদ্যোজাত শিশুটি কন্যাসন্তান। স্থানীয় বাসিন্দারা ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরবেলায় লেনিননগর এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাস-পাতার আড়াল থেকে বেরিয়ে আসে সদ্যোজাত কন্যাসন্তানের কান্নার আওয়াজ। প্লাস্টিকে মোড়া একটি সদ্যোজাত শিশুর দেহ।

আরও পড়ুন: ‘বগির নীচে সব বডি পড়ে আছে, ওরা খুঁজছে’! দলা পাকানো কান্না দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীর

শুধু প্লাস্টিক থেকে বাইরে বেরিয়ে রয়েছে বাচ্চার মুখ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কন্যাসন্তানকে তুলে নিয়ে আসেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সেখানেই শিশু বিভাগের চিকিৎসাধীন রয়েছে ওই সদ্যোজাত। তবে কে বা কারা এই বাচ্চা ওখানে ফেলে দিয়ে গিয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ঘি করলা খান? ‘স্বর্গীয় ফল’ বলে অনেকে! ক্যানসার আটকাতে এর জুড়ি মেলা ভার, জানুন

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালবেলা তাঁরা কাজ করতে উঠেছিলেন, সেই সময় কান্নার আওয়াজ শুনে পরিত্যক্ত বুজে যাওয়া ডোবার কাছে আসেন। প্রথমে তাঁরা ভেবেছিলেন কোনও বিড়াল ছানা হবে তাকে কেউ ফেলে দিয়ে গেছে তাই সে কাঁদছে। তবে সামনে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ। বিড়ালের নয় মানুষের বাচ্চা তাও আবার সদ্যোজাত কন্যাসন্তান। তারপরে এলাকার মানুষজন পুলিশকে খবর দেন। বাচ্চাটিকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবারা হাসপাতালে নিয়ে আসেন। ওই শিশুটি কীভাবে ওই জায়গায় এল,  তা নিয়ে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

রাহী হালদার