ভোটের পর প্রার্থীরা

Bangla News: ভোট মিটতেই অন্য ছবি! শাসক-বিরোধী প্রার্থীদের কথা জানলে তাজ্জব হয়ে যাবেন

পুরুলিয়া : টানা ভোটের প্রচারে ব্যস্ত ছিল শাসক বিরোধী প্রার্থীরা। ভোটের পর এবার কিছুটা রিলাক্স মুডে প্রার্থীরা। টানা আড়াই মাস রাজনৈতিক ময়দানে লড়াই চালিয়েছেন তারা। ভোট মিটতে তাই নিজেদের মত করে কাজ করছেন তারা। অন্যান্য প্রার্থীদের রিলাক্স মুডে থাকতে দেখা গেলেও বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত কোলকাতায় ভোট প্রচারে যান। দলীয় নির্দেশ অনুযায়ী রবিবার সন্ধ্যায় তিনি পৌঁছে যান কলকাতায়। অপরদিকে দেখা যায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে অঞ্চলভিত্তিক হিসাব নিয়ে ব্যস্ত থাকতে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি একেবারেই চাপমুক্ত ছিলেন। এ বিষয়ে প্রার্থী শান্তির মতবলেন , খুব ভালো হয়েছে। ‌ আশা রাখছি আমরা জিতব। বিপুল ভোটে জয়যুক্ত হব আমরা।

‌এ বিষয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, সপ্তম দফার ভোট প্রচারে তাকে কলকাতায় থাকতে হবে। দমদমে ভোট প্রচারে থাকছেন তিনি‌। তবে পুরুলিয়ার বিজেপির জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি।

আরও পড়ুন: ৪ জুন কি বিদায় নিচ্ছে BJP? উত্তরপ্রদেশ-মহারাষ্ট্রে বড় কিছু ঘটবে? বিস্ফোরক প্রশান্ত কিশোর

এদিকে কুর্মী প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর ডেইলি রুটিন যেভাবে চলে সেই একই নিয়মে চলতে দেখা গিয়েছে। সকালে হাঁটা, যোগাসন , তারপর জল খাবার। এরপর তাকে দেখা যায় কুটুম কুটুমালি করতে আত্মীয়দের বাড়ি যেতে। তিনি বলেন , মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে প্রচার চলছিল। এখন অনেকটাই রিলাক্সড আছেন তিনি। তার বেশ ভালো লাগছে।

টানা ভোটের প্রেসারের পর কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে শাসক-বিরোধী প্রার্থীরা। আর তা হবে নাই বা কেন দীর্ঘ আড়াই মাস ভোটের লড়াই নিয়ে ব্যস্ত ছিলেন সকলে। তাই এবার কিছুটা হলেও রিলাক্স মুডে রয়েছে প্রার্থীরা।

—– শর্মিষ্ঠা ব্যানার্জি