ড্রেসিং টেবিলে খোলা পারফিউম বোতল 

Bangla News: এমন চোর হয় নাকি! চুরি করতে এসে যা করল চোর, জানলে হেসে পেটে খিল ধরবে!

পশ্চিম মেদিনীপুর: চুরি করতে এল তো কী হয়েছে, সাজগোজ তো চাই! তাও যদি আবার নিজের জিনিস না হয় তবে তো সবটা শেষ করতেই হবে! এমনই হাসির খোরাক চলছে নেটিজেনদের মধ্যে। আসলে একটি সত্যি গল্প নিয়ে এত হাসির খোরাক। চোর চুরি করতে এসে ঘরের সব জিনিস লণ্ডভণ্ড করে টাকা, জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে, এতদূর অবশ্য ঠিক ছিল। কিন্তু এরপরে যা ঘটল তা শুনে রীতিমতো হেসে পেটে খিল ধরবে। চুরি করার পাশাপাশি ড্রেসিং টেবিলে রাখা পারফিউম বোতল খুলে পারফিউম মাখল গুণধর চোর, এতেই হাসির খোরাক জেলা জুড়ে। চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মেদিনীপুর শহরে।

এই চুরির ঘটনা ঘটেছে দিন কয়েক আগে। তবে চোরের কৃতিত্বে রীতিমতো উদ্বিগ্ন মেদিনীপুরবাসী। বাড়িতে কেউ নেই, তক্কে তক্কে ছিল চোর। ঘরে কেউ না থাকার সুবাদে ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরি যায় নগদ টাকা, গয়না সহ নানা জিনিস। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে, ভেতরে ঢুকে, আলমারি ভেঙে বাড়িতে থাকা নগদ টাকা, গয়নাগাটি নিয়ে যায় চোরের দল। শুধু এখানেই ক্ষান্ত হয়নি তারা, পালানোর আগে অবশ্য দেদার পারফিউম মাখল চোরের দল।

সকালে বাড়ি মালিকের আত্মীয়রা বাড়ি দেখতে এসে টের পেলেন ঘটনার। বাড়ির ভেতরে শুধুই পারফিউমের গন্ধ। ম ম করছে চারদিক। খাট, বিছানা থেকে আলমারি লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে সব কিছু। ঘরে ঢুকতে হতবাক বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া কোতয়ালি থানার জামকুন্ডা এলাকায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। মেদিনীপুরে চুরির ঘটনা বাড়ছে। শুধু তাই নয়, চোরের কাজ কর্মে হাসির খোরাকও সৃষ্টি হচ্ছে। মেদিনীপুরেই কয়েক মাস আগেই ঘটেছিল অবাক করা কান্ড। চুরি করতে এসে মনের সুখে ফ্রিজে রাখা মিস্টি খেয়ে গিয়েছিল চরের দল। এবার চুরির পর পারফিউম মাখল চোরেরা। তবে মানতেই হবে সাজগোজ করতে পছন্দ করে চোর, এমনই মত মেদিনীপুরবাসীর।

আরও পড়ুন: রাতে টেবিলের তলা থেকে এ কী ভয়ঙ্কর শব্দ! বাড়ির লোকেরা যা দেখলেন, পিলে চমকে গেল সকলের

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক স্বপন মন্ডল মারা গিয়েছেন ছয় মাস আগে। বাড়িতে থাকেন স্বপনবাবুর স্ত্রী করুণাময়ী মণ্ডল। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে থাকেন অন্যত্র। পাশাপাশি প্রতিবেশীরা থাকলেও টের পাননি চুরির এই ঘটনা৷ মৃত স্বপন মণ্ডলের স্ত্রী অসুস্থতার কারণেচিকিৎসার জন্য শুক্রবার ওড়িশার ভূবনেশ্বরে গেছেন বলে জানাগেছে। সেই রাতে বাড়িতে ছিলেন না কেউ। গৃহস্থহীন বাড়ি ছিল ফাঁকা। কোনও ভাবে জানতে পারেন দুষ্কৃতীরা। সুযোগ বুঝে রাতে দরজা ভেঙে বাড়ির ভিতর ঢুকে গোটা বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ করে দেয়। ভেঙে দেয় আলমারি, সবকিছু উল্টেপাল্টে দেখে বাড়িতে থাকা নগদ টাকা, গয়না নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে, চুরি করে পালানোর আগে দেদার পারফিউম মেখে যায় তারা। সকালে বাড়ি দেখতে আসেন পরিবারের জামাই সঞ্জয় মণ্ডল। এসে দেখেন বাড়ির সমস্ত তালা ভাঙা। ভিতরে লন্ডভন্ড হয়ে পরে রয়েছে বাড়ির জিনিস পত্র। বুঝতে পারেন সব কিছু সাবাড় করে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

স্বপন মণ্ডল ও করুণাময়ী মণ্ডলের জামাই সঞ্জয় মণ্ডল জানান, মাস ছয়েক আগে শ্বশুর মশাই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাড়িতে একাই থাকতেন সম্প্রতি কিছু শারীরিক অসুস্থতার জন্য শুক্রবারই চিকিৎসা করাতে ভুবনেশ্বরে যান। বাড়িতে কেউ নেই এটা কাউকে বুঝতে না দিয়েই গিয়েছিলেন। কিন্তু চোরেরা ঠিক বুঝতে পেরে যাবে তা ভাবতেও পারিনি। রাতেই বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। শুধু টাকা, গয়না নিয়েই খান্ত হয়নি। নিশ্চিন্তে সবকিছু নিয়ে দেদার পারফিউম উড়িয়েছে। মনের সুখে মেখেছে বলেই মনে হয়। সকালে আমি এবং আমার স্ত্রী বাড়ি দেখতে এসে এমন ঘটনা প্রত্যক্ষ করি। দরজা ভাঙা। ভিতরে সমস্ত জিনিচ লন্ডভন্ড। আলমারি সহ সমস্ত বাক্স ভাঙা। খাটের বিছানাপত্র এদিক ওদিক করা। কাগজপত্র ছড়িয়ে রয়েছে। ড্রেসিং টেবিলের সামনে রাখা পারফিউম টাও অর্ধেকখালি করে দিয়েগেছে। পরিবারের আরও দাবি, নগদ ৩০ হাজার টাকা এবং ভরি তিনেক সোনার গয়না চুরি গেছে। তবে এমন ঘটনায় একদিকে যেমন হাসির খোরাক সৃষ্টি হয়েছে তেমন চাঞ্চল্য শুরু হয়েছে জেলা জুড়ে।

—- রঞ্জন চন্দ