খালে ওটা কী!

Bangla: পটাশপুরের খালে বস্তা ভর্তি ওগুলো কী ভাসছে! জল থেকে তুলতেই সকলে থ! ‘বড়’ কিছুর ইঙ্গিত?

পটাশপুর: জল ভর্তি খাল থেকে সরকারি স্ট্যাম্প লাগানো রেশনের চাল উদ্ধার! ঘটনাকে ঘিরে জোর শোরগোল পটাশপুর জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত ও পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীরামপুর এর মাঝামাঝি খালের ব্রিজের নীচে বস্তা ভর্তি সরকারি স্ট্যাম্প লাগানো চাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ল এলাকায়।

ওই এলাকার কয়েকজন বাসিন্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় খালের উপর কচুরিপানায় চালের বস্তা আটকে আছে দেখতে পান। কৌতূহলবশত সেই বস্তা তুলতে দেখা যায় সরকারি স্ট্যাম্প লাগানো চাল ভর্তি বস্তা।

খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে প্রায় ১০০ বস্তা চাল উদ্ধার করে। কে বা কারা রাতের অন্ধকারে এত পরিমাণ চালের বস্তা খালের জলের ফেলে দিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।