Tag Archives: Digital Ration Card

কোটি কোটি মানুষের জন্য বড় খবর! ১লা মে থেকেই বাতিল হতে পারে কাদের কাদের রেশন কার্ড? জানুন জরুরি অপডেট!

রেশন কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম জরুরি একটি কার্ড। এই পরিচয়পত্রের মাধ্যমে বিনামূল্যে অথবা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ।
রেশন কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম জরুরি একটি কার্ড। এই পরিচয়পত্রের মাধ্যমে বিনামূল্যে অথবা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ।
আপনিও যদি দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন হন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। আগামী মাস থেকেই হয়ত লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে ভারত সরকার।
আপনিও যদি দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন হন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। আগামী মাস থেকেই হয়ত লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে ভারত সরকার।
৬ মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাঁদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়ত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে।
৬ মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাঁদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়ত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে।
এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন।
এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন।
দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বণ্টন শুরু হয়।
দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বণ্টন শুরু হয়।
তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে। সেই মতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তাই, আগেভাগেই সতর্কবাণী পাঠানো হয়েছে।
তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে। সেই মতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তাই, আগেভাগেই সতর্কবাণী পাঠানো হয়েছে।
এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যের গম, চাল-সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনের দেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন নীতি। এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স।
এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যের গম, চাল-সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনের দেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন নীতি। এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স।
মিডিয়া রিপোর্ট অনুসারে, মে মাসে যারা রেশন নিচ্ছেন তাদের জন্য রেশন পাওয়া এখন অনেক সহজ হবে। সরকার তাদের জন্য অনেক সদর্থক পদক্ষেপ নিতে চলেছে। একইসঙ্গে অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার।
মিডিয়া রিপোর্ট অনুসারে, মে মাসে যারা রেশন নিচ্ছেন তাদের জন্য রেশন পাওয়া এখন অনেক সহজ হবে। সরকার তাদের জন্য অনেক সদর্থক পদক্ষেপ নিতে চলেছে। একইসঙ্গে অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতাধীন এই প্রকল্পটি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা জরীপ করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে যার পরে ১ মে থেকেই রেশন বিতরণ ব্যবস্থায় পরিবর্তনগুলি কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আচরণবিধি কার্যকর। তাই ঘোষণা করা যাচ্ছে না তবে প্রস্তুতি চলছে এমনটাই সূত্রের খবর।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতাধীন এই প্রকল্পটি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা জরীপ করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে যার পরে ১ মে থেকেই রেশন বিতরণ ব্যবস্থায় পরিবর্তনগুলি কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আচরণবিধি কার্যকর। তাই ঘোষণা করা যাচ্ছে না তবে প্রস্তুতি চলছে এমনটাই সূত্রের খবর।

 

Digital Ration Card: ডিজিটাল রেশন কার্ড নেই ? দেখে নিন সহজেই কি করে পেয়ে যাবেন ই-রেশন কার্ড

রেশন কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। এর সাহায্যে নাগরিকরা ভর্তুকিযুক্ত পণ্য এবং সরকার দ্বারা চালু করা কিছু প্রকল্প থেকে নানা সুবিধা পেতে পারেন।
রেশন কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। এর সাহায্যে নাগরিকরা ভর্তুকিযুক্ত পণ্য এবং সরকার দ্বারা চালু করা কিছু প্রকল্প থেকে নানা সুবিধা পেতে পারেন।
পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে, নাগরিকরা অনেক সুবিধা পাবেন, কারণ অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না।
পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে, নাগরিকরা অনেক সুবিধা পাবেন, কারণ অনেক জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড গ্রহণ করা হচ্ছে না।
ডিজিটাল রেশন কার্ডের যোগ্যতার মানদণ্ডনতুন স্কিমের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি অনুসরণ করতে হবে:-
ডিজিটাল রেশন কার্ডের যোগ্যতার মানদণ্ড
নতুন স্কিমের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি অনুসরণ করতে হবে:-
 প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বৈধ এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।  আবেদনকারীর অবশ্যই রেশন কার্ড থাকতে হবে। নবদম্পতিরাও এই প্রকল্পের অধীনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন৷
প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বৈধ এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।  আবেদনকারীর অবশ্যই রেশন কার্ড থাকতে হবে। নবদম্পতিরাও এই প্রকল্পের অধীনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন৷
প্রয়োজনীয় ডকুমেন্টপশ্চিমবঙ্গ রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করলে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হয়:-
প্রয়োজনীয় ডকুমেন্ট
পশ্চিমবঙ্গ রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করলে নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হয়:-
বৈধ মোবাইল নম্বরসনাক্তকরণের জন্য আধার কার্ড

সনাক্তকরণের জন্য ভোটার আইডি কার্ড

প্যান কার্ড
বৈধ মোবাইল নম্বর
সনাক্তকরণের জন্য আধার কার্ড
সনাক্তকরণের জন্য ভোটার আইডি কার্ড
প্যান কার্ড
ই-মেল আইডিপুরনো রেশন কার্ড

বয়সের প্রমাণপত্র
ই-মেল আইডি
পুরনো রেশন কার্ড
বয়সের প্রমাণপত্র
ডিজিটাল রেশন কার্ডের অফলাইন আবেদন প্রক্রিয়াঅফলাইন মোডের মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত আবেদনের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:-
ডিজিটাল রেশন কার্ডের অফলাইন আবেদন প্রক্রিয়া
অফলাইন মোডের মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত আবেদনের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:-
প্রথমে, এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে-https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiYjFkZGQ3NTAtOTJlOS00NTM4LWEyMzYtY2QxOGMzM2Q1ZDAwIn0/wp-content/uploads/2021/05/WEST-BENGAL-RATION-CARD.png
প্রথমে, এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে-
https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiYjFkZGQ3NTAtOTJlOS00NTM4LWEyMzYtY2QxOGMzM2Q1ZDAwIn0/wp-content/uploads/2021/05/WEST-BENGAL-RATION-CARD.png
নন-সাবসিডি রেশন কার্ডের জন্য এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবেhttps://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiNjgzMmRlNWQtZWNhNC00ZDNiLTRiNWEtMGIxN2I5ZWE2NjAwIn0/wp-content/uploads/2021/05/WB-Ration-Card.png
নন-সাবসিডি রেশন কার্ডের জন্য এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে
https://cfw.rabbitloader.xyz/eyJjIjp0cnVlLCJoIjoicG1tb2RpeW9qYW5hLmluIiwidiI6NjA0MjkyMzk0LCJpIjoiNjgzMmRlNWQtZWNhNC00ZDNiLTRiNWEtMGIxN2I5ZWE2NjAwIn0/wp-content/uploads/2021/05/WB-Ration-Card.png
ফর্মটি ডাউনলোড করার পরে, প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করতে হবেগুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হবে।

সংশ্লিষ্ট রেশনিং অফিসারের অফিসে জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড – অনলাইন আবেদন প্রক্রিয়া

প্রথমে এখানে প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://wbpds.gov.in/

হোমপেজে, “Click here to apply” ক্লিক করতে হবে
ফর্মটি ডাউনলোড করার পরে, প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করতে হবে
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হবে।
সংশ্লিষ্ট রেশনিং অফিসারের অফিসে জমা দিতে হবে।
পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড – অনলাইন আবেদন প্রক্রিয়া
প্রথমে এখানে প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://wbpds.gov.in/
হোমপেজে, “Click here to apply” ক্লিক করতে হবে
মোবাইল নম্বর লিখতে হবে‘GET OTP’ অপশনে ক্লিক করতে হবে

‘OTP’ লিখে নম্বরটি যাচাই করতে ‘VALIDATE’ ট্যাবে ক্লিক করতে হবে

আবেদনপত্র পূরণ করতে হবে

অবশেষে, ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে
মোবাইল নম্বর লিখতে হবে
‘GET OTP’ অপশনে ক্লিক করতে হবে
‘OTP’ লিখে নম্বরটি যাচাই করতে ‘VALIDATE’ ট্যাবে ক্লিক করতে হবে
আবেদনপত্র পূরণ করতে হবে
অবশেষে, ‘SUBMIT’ বাটনে ক্লিক করতে হবে

Bengali News: ওজনে কম দিলে বেরোবে না বিল, রেশন দোকানে নয়া যন্ত্র! কীভাবে কাজ করবে দেখুন

নদিয়া: রেশন দেওয়ার ক্ষেত্রে এবার বিলিং সিস্টেম যুক্ত হল দাঁড়ি পাল্লার সঙ্গে। রেশন কার্ডের বিভিন্ন শ্রেণি বিভাগ এবং আলাদা আলাদা প্রাপ্য বুঝে নিতে গিয়ে কিংবা বোঝানোর ক্ষেত্রে গ্রাহক এবং ডিলারের মধ্যে প্রায়শই লেগে যায় ঝামেলা। এবার সেই অশান্তি থেকে মিলবে মুক্তি। কীভাবে হবে তা এই প্রতিবেদন থেকে জেনে নিন।

আরও পড়ুন: কবিগানের আসরে মাতল আজকের প্রজন্ম

অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় ওজন যন্ত্র প্রতিটি ডিলারের দোকানে বসানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যন্ত্রটি রেশনের খাদ্যশস্য ওজনের মেশিনের সঙ্গে যুক্ত করা থাকবে। গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই চালু হবে ওই ওজন যন্ত্র। অন্যদিকে সামান্য কম কিংবা বেশি থাকলেও এই যন্ত্রের কল্যাণে মেশিন থেকে বের হবে না বিল। এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে বিশেষজ্ঞদের ধারণা। পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে কোন গ্রাহককে ঠিক কতটা পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়েছে সেই হিসেব‌ও খাদ্য সরবরাহ দফতরের সার্ভারে রিয়েল টাইমে যুক্ত হয়ে যাবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে এই যন্ত্রের কারণে রেশন দিতে আর‌ও বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা ডিলারদের একাংশের। পাশাপাশি এই ব্যবস্থার ফলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেও নিজের প্রাপ্য রেশন তুলতে পারবেন বলে জানা গিয়েছে।। এদিকে গ্রাহকদের আঙুলের ছাপ না মিললে সেক্ষেত্রে রেশন পাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা ছড়িয়েছে বিভিন্ন মহলে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

মৈনাক দেবনাথ

Ration Strike: বছর শুরুর দিন থেকেই রেশন ধর্মঘট! কোটি-কোটি মানুষের মাথায় হাত, কী করতে হবে এবার?

আগামী ১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন ধর্মঘট। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ হবে। রাজ্যের প্রায় ২০ হাজার ২৭১ দোকান বন্ধ থাকবে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
আগামী ১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন ধর্মঘট। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ হবে। রাজ্যের প্রায় ২০ হাজার ২৭১ দোকান বন্ধ থাকবে। (রিপোর্টার– আবীর ঘোষাল)
কমিশন নিয়ে মূলত আপত্তি। এছাড়া রাজ্যের বিভিন্ন রেশন সংক্রান্ত চুরির ঘটনায় রেশন ডিলারদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
কমিশন নিয়ে মূলত আপত্তি। এছাড়া রাজ্যের বিভিন্ন রেশন সংক্রান্ত চুরির ঘটনায় রেশন ডিলারদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
কেন্দ্রীয় সরকার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। যদিও রেশন ডিলার সংগঠন তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
কেন্দ্রীয় সরকার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। যদিও রেশন ডিলার সংগঠন তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
খাদ্যশস্যের কুইন্টাল পিছু ১ কিলো করে হ্যান্ডেলিং লস দিতে হবে। কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদারদের নূন্যতম ৫০ হাজার টাকা আয় নিশ্চিত করতে হবে।
খাদ্যশস্যের কুইন্টাল পিছু ১ কিলো করে হ্যান্ডেলিং লস দিতে হবে। কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদারদের নূন্যতম ৫০ হাজার টাকা আয় নিশ্চিত করতে হবে।
চটের বস্তায় FCI থেকে খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিং জেলার মতো বর্তমানে বাদ পড়া অন্যান্য জেলায় বর্ধিত কমিশন দিতে হবে। NFSA অনুযায়ী অগ্রিম কমিশন দিতে হবে।
চটের বস্তায় FCI থেকে খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিং জেলার মতো বর্তমানে বাদ পড়া অন্যান্য জেলায় বর্ধিত কমিশন দিতে হবে। NFSA অনুযায়ী অগ্রিম কমিশন দিতে হবে।
এবার গরিব মানুষের জন্য দুঃখের খবর সামনে এল। নতুন বছরের শুরুতেই রেশন ডিলাররা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নানা দাবিতে ২০২৪ সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন।
এবার গরিব মানুষের জন্য দুঃখের খবর সামনে এল। নতুন বছরের শুরুতেই রেশন ডিলাররা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নানা দাবিতে ২০২৪ সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন।
আর এই ঘটনা ঘটলে ভোগান্তির মুখে পড়বেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা। গরিব মানুষের ভরসা এই রেশন। বিনামূল্যে এবং কয়েকটি জিনিস কম দামে তাঁরা পেয়ে থাকেন। কিন্তু এই ধর্মঘট যদি হয় তাহলে তা কপালে ভাঁজ ফেলবে প্রান্তিক গরিব মানুষজনকে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
আর এই ঘটনা ঘটলে ভোগান্তির মুখে পড়বেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা। গরিব মানুষের ভরসা এই রেশন। বিনামূল্যে এবং কয়েকটি জিনিস কম দামে তাঁরা পেয়ে থাকেন। কিন্তু এই ধর্মঘট যদি হয় তাহলে তা কপালে ভাঁজ ফেলবে প্রান্তিক গরিব মানুষজনকে। (রিপোর্টার– আবীর ঘোষাল)