পুলিশের পক্ষ থেকে স্কুলে স্বয়ংসিদ্ধা বক্স লাগানো

Bangla Video: পড়ুয়াদের বয়ঃসন্ধির কথা শুনছে পুলিশ!

পূর্ব মেদিনীপুর: জেলা পুলিশের মানবিক মুখ। ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধির কথা শুনবে পুলিশ! পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এমনই মানবিক উদ্যোগ নেওয়া হল। নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এবার ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধিকালের কথা শুনবে পুলিশ। এর জন্য স্কুলে স্কুলে লাগানো হচ্ছে স্বয়ংসিদ্ধা নামক বাক্স।

বয়ঃসন্ধি প্রতিটা মানুষের জীবনে একটা বিশেষ সন্ধিক্ষণ। এই সময় শরীরের ভেতরে হরমনগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক এবং শারীরিক নানা পরিবর্তন ঘটে। ফলে ফুটে ওঠে কিছু বৈশিষ্ট্য ও পরিবর্তন। যে সময় মনের সুপ্ত বাসনা অনেক সময় পারিপার্শ্বিক সামাজিক বা পারিবারিক ভয়ে প্রকাশ হয় না।

আরও পড়ুনঃ ডলোমাইটের পাহাড় যেন! রেলের সাইডিং সরানোর দাবিতে আন্দোলন

মনোবিদদের মতে, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পথে বয়ঃসন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই সময় শরীর ও মনের বিকাশ ঘটে। এই সময় ছেলেমেয়েরা তাদের মনের কথা খুলে বলতে ভয় পায়। ভয় পায় তাদের শারীরিক চাহিদার কথা সবার সামনে তুলে ধরতে। ফলে মনের মধ্যে সুপ্ত বাসনা অনেক সময় বিপথগামী করে তোলে তাদের। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের প্রতি যত্ন নেওয়ার কথা বলে থাকেন মনোবিদরা। বর্তমান সময়ে পরিবার ও স্কুলে কৈশোর পেরিয়ে বয়সন্ধিতে থাকা ছাত্র-ছাত্রীরা মনের কথা খুলে বলতে পারে না। এবার তাদের মনের কথা জানতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদনীপুর জেলা পুলিশ।

‘স্বয়ংসিদ্ধা’ প্রচার অভিযান শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে স্কুলে পৌঁছে যাচ্ছে। কখনও হয়ত স্কুলের ছাত্র-ছাত্রীরা পুলিশের সামনেই নিজেদের অসুবিধার কথাগুলো তুলে ধরেছে, কখনও বা তারা একটু ইতস্তত বোধ করছে সবার সামনে নিজের মনের কথা খুলে বলতে। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা নিজের নিজের মনের মধ্যে চলা কথাগুলো চেপে রাখলেও নানান মানসিক ও শারীরিক জটিলতা দেখা দেয়। তাই বিভিন্ন স্কুলে জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছেস্বয়ংসিদ্ধা বাক্স। যার মাধ্যমে বয়ঃসন্ধির ছেলেমেয়েরা পুলিশকে খুব সহজেই জানাতে পারবেন তাদের মনের কথা।

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্য জানান, বয়ঃসন্ধিকালে ছাত্র-ছাত্রীদের নানা সমস্যা থাকে। তারা মন খুলে সব কিছু বলতে পারে না। মন খুলে বলতে না পারায় তাদের সমস্যা হয়। যা তাদের বিপথগামী করে তুলতে পারে। স্কুলে স্কুলে স্বয়ংসিদ্ধা নামক একটি বাক্স লাগানো হচ্ছে। সেই বক্সে ছাত্ররা তাদের মনের কথা জানানোর পাশাপাশি তাদের নিরাপত্তার অভাব বোধের কথা জানাতে পারবে। তাদের সেই মনের কথা জেনে সংশ্লিষ্ট উপদেশ হচ্ছে। এ পর্যন্ত জেলার ১০০টি স্কুলে এ ধরনের বাক্স লাগান হয়েছে। পুজার মধ্যে জেলার প্রায় সব স্কুলে আমরা পৌঁছে যাওয়ার উদ্যোগ নিয়েছি।’

সৈকত শী