পুলিশের টহল

Bangla Video: দাবাং’ মহিলা অফিসার! স্কুটি নিয়ে রাত টহল এসপি’র

উত্তর ২৪ পরগনা: নারী সুরক্ষায় দাবাং মহিলা পুলিশ সুপার। এদিন মধ্যমগ্রাম দেখল এক অভিনব ছবি। দুই চাকায় সওয়ারি খোদ বারাসাত জেলা পুলিশের ‘দাবাং’ মহিলা সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া। সঙ্গে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন। এদিন সন্ধেয় টহল দিলেন মধ্যমগ্রামের এ প্রান্ত থেকে সে প্রান্ত।

আরও পড়ুন: এবার স্থানীয় দুর্যোগেও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, নির্দেশ নবান্নের

এই টহলদারিতে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সহ উপস্থিত ছিল মহিলাদের সুরক্ষায় তৈরি হওয়া বিশেষ উইনার্স টিমের মহিলা আধিকারিকরাও। এদিন সন্ধে থেকেই মধ্যমগ্রামের রাস্তায় নেমেছিল জেলা পুলিশের এই বিশেষ বাহিনী। খোদ মহিলা পুলিশ সুপারের উপস্থিতিতে এই নিরাপত্তার আয়োজন ভরসা যুগিয়েছে মহিলাদের মনে। জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যমগ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকায় চলা বিভিন্ন সমস্যা সম্বন্ধে জানান।

মহিলা পুলিশ সুপার হয়েও এদিন উর্দি ও মাথায় হেলমেট পরে মধ্যমগ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে এভাবেই ঘুরলেন প্রতীক্ষা ঝারখারিয়া। মহিলাদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে চিহ্নিত করলেন, যে সমস্ত জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে সেই জায়গাগুলি। কীভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় তারও পরামর্শ দেন। এলাকার মহিলাদের সঙ্গে কথা বলে নানা সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি মহিলাদের সুরক্ষায় বিশেষ হেল্প লাইন নম্বর চালু করার চিন্তাভাবনা চলছে বলেই জানান। মহিলারা রাস্তায় বেরিয়ে যেকোনও সমস্যার সম্মুখীন হলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে পুলিশ তার জন্যও বিশেষ একটি লিফলেট তৈরির ভাবনাচিন্তা রয়েছে বলে জানান।

সেই লিফলেটে বিভিন্ন থানার যোগাযোগের নম্বর দেওয়া থাকবে। এদিন মহিলারাও পুলিশ সুপারকে এভাবে রাস্তায় নেমে কথা বলতে দেখে অনেকটাই আশ্বস্ত হলেন বলে জানিয়েছেন।

রুদ্রনারায়ণ রায়