মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

Bangladesh PM Sheikh Hasina resigns: উত্তাল বাংলাদেশের আঁচ রাজ্যেও! সীমান্তে কী সাবধানতা নিচ্ছে রাজ্য পুলিশ?

কলকাতা: বাংলাদেশের ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের। জেলায় জেলায় নজরদারির নির্দেশ। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ভাবে নজরদারির নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার মনোজ ভার্মার। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলার এসপিদের ও পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা।

সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷

সোমবার রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷

হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা৷ রীতিমতো লুঠপাট শুরু হয় সেখানে৷ ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার৷

আরও পড়ুন- কথা বললেই দুর্গন্ধে লোক পালায়? চুপিচুপি মুখে দিন এইগুলো, জীবন বদলে যাবে!