Tag Archives: Bangaldesh

Flight Cancelled due to Bangladesh unrest: সাময়িক ভাবে চালু হলেও ফের বন্ধ বিমান পরিষেবা! ভারত থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে না কোন ২ সংস্থা?

কলকাতা: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রীর আসন ছেড়েছেন শেখ হাসিনা। উত্তাল হয়ে রয়েছে দেশ। যার জেরে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সোমবার সাময়িক ভাবে কার্যকর থাকার পরই ঢাকাগামী এবং ঢাকা থেকে ভারতে আসা সমস্ত ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

এই এয়ারলাইন সংস্থাটি দিল্লি থেকে ঢাকায় প্রতিদিন দুটি ফ্লাইট চালায়। সেই পরিষেবা আপাতত বন্ধ। সংস্থার তরফে বার্তা, “বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা অবিলম্বে ঢাকা থেকে আমাদের ফ্লাইটগুলির নির্ধারিত কার্যক্রম বাতিল করেছি।”

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা ক্রমাগত পরিস্থিতির ওপর নজর রাখছি এবং আমাদের যাত্রীদেরকে ঢাকা থেকে যাত্রার জন্য নিশ্চিত বুকিং দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। পরবর্তী সময়সূচী জানিয়ে দেওয়া হবে এবং বাতিল করা ফ্লাইটের টিকিটের দামও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।”

এছাড়াও, ইন্ডিগো এয়ারলাইন্সগুলিও মঙ্গলবারের সমস্ত ঢাকাগামী ফ্লাইট বাতিল করেছে। এক্স হ্যান্ডলে ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, “ঢাকায় চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আগামীকালের জন্য নির্ধারিত সমস্ত ফ্লাইট দুর্ভাগ্যক্রমে বাতিল করা হয়েছে। আমরা বুঝি যে এটি আপনার ভ্রমণ পরিকল্পনাগুলিতে উল্লেখযোগ্য অসুবিধা এবং ব্যাঘাত ঘটাতে পারে। আমরা এর জন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

এদিকে ঢাকায়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন হাসিনা পদত্যাগ করেছেন এবং আপাতত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালের সর্বদল বৈঠকে বসে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে -সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।

আরও পড়ুন- সবে জল শুকোল, ফের ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতায়! ১ ঘণ্টার মধ্যে ভাসবে কোন কোন জেলা? 

Bangladesh PM Sheikh Hasina resigns: উত্তাল বাংলাদেশের আঁচ রাজ্যেও! সীমান্তে কী সাবধানতা নিচ্ছে রাজ্য পুলিশ?

কলকাতা: বাংলাদেশের ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের। জেলায় জেলায় নজরদারির নির্দেশ। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ ভাবে নজরদারির নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার মনোজ ভার্মার। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলার এসপিদের ও পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা।

সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷

সোমবার রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷

হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা৷ রীতিমতো লুঠপাট শুরু হয় সেখানে৷ ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার৷

আরও পড়ুন- কথা বললেই দুর্গন্ধে লোক পালায়? চুপিচুপি মুখে দিন এইগুলো, জীবন বদলে যাবে! 

প্রথমে ইউক্রেন, তারপর বাংলাদেশ! পরপর ২ ঘটনার সাক্ষী, ভয়াবহ অভিজ্ঞতা ডাক্তারি পড়ুয়ার

যুদ্ধ পরিস্থিতির জন্য মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল! এবারে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ থেকে ফিরল শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া। ছাত্রের সামনে বার বার একের পর এক বাধা।

নদিয়ার শান্তিপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্র অর্ক সমাদ্দারকে যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন থেকে মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল। এরপর সে ভর্তি হয় বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ থেকেও তাকে ফিরতে হয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার সাক্ষাৎকারে জানা যায়, ২০২৩ সালের ৯ অগাস্ট সে ভর্তি হয়। বাংলাদেশের ছাত্র ছাত্রীদের পাশাপাশি ভারতীয় হিসেবে প্রায় ৭০ জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন যার মধ্যে ৫০ জন ছাত্র।