Pujo Holiday Hills Tourism: পুজোর ছুটির সেরা ঠিকানা, কম খরচে পাহাড়ের কোলে ঘুরে আসুন, ফিরতে মন চাইবে না

পুজোর ছুটিতে শহরের ভীড় ঠেলে নিরিবিলিতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান? তা হলে রইল সেরা অফবিট ঠিকানার খোঁজ।এমনিতেও ভ্রমণ পিপাসী পর্যটকেরা ভরা বর্ষায় উত্তরবঙ্গে সেভাবে পা রাখতে না পারায় পুজোর ছুটির বুকিং এর ক্ষেত্রে খোঁজ বাড়ছে অফবিট ডেস্টিনেশন গুলির। (সুরজিৎ দে)
পুজোর ছুটিতে শহরের ভীড় ঠেলে নিরিবিলিতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান? তা হলে রইল সেরা অফবিট ঠিকানার খোঁজ।এমনিতেও ভ্রমণ পিপাসী পর্যটকেরা ভরা বর্ষায় উত্তরবঙ্গে সেভাবে পা রাখতে না পারায় পুজোর ছুটির বুকিং এর ক্ষেত্রে খোঁজ বাড়ছে অফবিট ডেস্টিনেশন গুলির। (সুরজিৎ দে)
ইতিমধ্যেই ট্রেনের টিকিট থেকে শুরু করে বিভিন্ন হোটেল রিসোর্ট গুলিতে পর্যটকদের বুকিং শুরু হয়ে গিয়েছে। প্রচুর নাম না জানা অফবিট লোকেশনের মধ্যেও মন প্রাণ জুড়োবে এখানে এলেই। সবুজ চা বাগানের মধ্যে পিচের আঁকাবাঁকা রাস্তা, মেঘেদের কোলে বাস,ঠান্ডা আবহাওয়া।
ইতিমধ্যেই ট্রেনের টিকিট থেকে শুরু করে বিভিন্ন হোটেল রিসোর্ট গুলিতে পর্যটকদের বুকিং শুরু হয়ে গিয়েছে। প্রচুর নাম না জানা অফবিট লোকেশনের মধ্যেও মন প্রাণ জুড়োবে এখানে এলেই। সবুজ চা বাগানের মধ্যে পিচের আঁকাবাঁকা রাস্তা, মেঘেদের কোলে বাস,ঠান্ডা আবহাওয়া।
তীব্র গরম থেকে মুক্তি পেতে ডুয়ার্স এর এক সবুজ সুন্দরী ঠিকানা "নিম বস্তি"। নিম বস্তি একটি ছোট্ট পাহাড়। যেখানকার মনোরম পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, মেঘেদের খেলা চাক্ষুষ করতে পারবেন। ডুয়ার্স মানে যেমন জঙ্গলের এক মিষ্টি ঘ্রাণ, তেমনই পাহাড়ের ভালোবাসার টান। চা বাগানের ওপর দিয়ে পিচ ঢালা মসৃণ রাস্তা এঁকেবেঁকে উঠে গিয়েছে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামের পথ।
তীব্র গরম থেকে মুক্তি পেতে ডুয়ার্স এর এক সবুজ সুন্দরী ঠিকানা “নিম বস্তি”। নিম বস্তি একটি ছোট্ট পাহাড়। যেখানকার মনোরম পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, মেঘেদের খেলা চাক্ষুষ করতে পারবেন। ডুয়ার্স মানে যেমন জঙ্গলের এক মিষ্টি ঘ্রাণ, তেমনই পাহাড়ের ভালোবাসার টান। চা বাগানের ওপর দিয়ে পিচ ঢালা মসৃণ রাস্তা এঁকেবেঁকে উঠে গিয়েছে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামের পথ।
ভাবছেন নাম না জানা স্পটে পৌঁছোবেন কিভাবে? অচেনা জায়গা হলেও রাস্তা চেনাই! মালবাজার থেকে গরুবাথানের রাস্তায় আপার ফাগু হয়ে ঝান্ডির উদ্দেশ্যে রওনা দেবেন। যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামাতেই হবে আপার ফাগু টি গার্ডেনে। এর রূপ ভাষায় ব্যখ্যা করা যাবেনা। চারিদিকে সবুজ আর সবুজ, চা বাগানের ওপর দিয়ে পিচ ঢালা মসৃণ রাস্তা এঁকেবেঁকে পাহাড়ের উপর উঠে গিয়েছে। চা বাগানে যেন ভরা যৌবন, সাথে পাহাড়ি দৃশ্য আপনার মনকে ব্যকুল করে তুলবে।
ভাবছেন নাম না জানা স্পটে পৌঁছোবেন কিভাবে? অচেনা জায়গা হলেও রাস্তা চেনাই! মালবাজার থেকে গরুবাথানের রাস্তায় আপার ফাগু হয়ে ঝান্ডির উদ্দেশ্যে রওনা দেবেন। যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামাতেই হবে আপার ফাগু টি গার্ডেনে। এর রূপ ভাষায় ব্যখ্যা করা যাবেনা। চারিদিকে সবুজ আর সবুজ, চা বাগানের ওপর দিয়ে পিচ ঢালা মসৃণ রাস্তা এঁকেবেঁকে পাহাড়ের উপর উঠে গিয়েছে। চা বাগানে যেন ভরা যৌবন, সাথে পাহাড়ি দৃশ্য আপনার মনকে ব্যকুল করে তুলবে।
গরুবাথান থেকে ৩০ মিনিট এর রাস্তা ধরে উপরে উঠলেই পেয়ে যাবেন এই ডেস্টিনেশন নিম বস্তি। নাম, নিম বস্তি হলেও অনেকে বলেন ছোটা ঝান্ডি। থাকার জন্য এখানে হোমস্টেও পেয়ে যাবেন। থাকা খাওয়ার ব্যবস্থা মাথাপিছু ১৬০০-থেকে ১৮০০ টাকায় হয়ে যেতে পারে। তা হলে এবার পুজোর প্যাকিং শুরু হয়ে যাক!
গরুবাথান থেকে ৩০ মিনিট এর রাস্তা ধরে উপরে উঠলেই পেয়ে যাবেন এই ডেস্টিনেশন নিম বস্তি। নাম, নিম বস্তি হলেও অনেকে বলেন ছোটা ঝান্ডি। থাকার জন্য এখানে হোমস্টেও পেয়ে যাবেন। থাকা খাওয়ার ব্যবস্থা মাথাপিছু ১৬০০-থেকে ১৮০০ টাকায় হয়ে যেতে পারে। তা হলে এবার পুজোর প্যাকিং শুরু হয়ে যাক!