বঙ্কু ডাক্তার

Bankura Cartoonist: বিশ্বমঞ্চে তুলি-কালি-কলমে বাজিমাত বঙ্গসন্তানের! ব্রাজিলের জাদুঘরে সম্মানিত হবেন বাঁকুড়ার ‘বঙ্কু ডাক্তার’

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: ব্রাজিলের কার্টুন এবং ক্যারিকেচার প্রতিযোগিতায় প্রথম ১০০ জনের মধ্যে মাত্র দু’জন ভারতীয়। তাঁদের মধ্যে একজন বাঁকুড়ার। তিনি “বঙ্কু ডাক্তার” ওরফে ডাঃ সায়ন পাল। বর্তমানে বাঁকুড়া জেলার ছাতনা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত তিনি। এছাড়াও প্রায় ১০ বছরের বেশি সময় ধরে কমিকস আঁকার কাজ করে চলেছেন তিনি।

সাম্প্রতিক ব্রাজিলের সাও পাওলোয় অবস্থিত পিন্ডামনহাঙ্গাবা শহরের প্রসিদ্ধ জাদুঘর মিউজেও হিস্তোরিকো পেডাগোজিকো দম পেদ্রো লে দোনা লিওপোল্ডিনা-য় প্রদর্শিত হবে ব্রাজিলের ‘পিন্ডামনহাঙ্গাবা ষষ্ঠ আন্তর্জাতিক কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতা’র প্রথম একশো জন শিল্পীর কাজ।

আগামী মে মাসের চার তারিখ থেকে প্রদর্শনী চলবে জুন মাসের ছ’ তারিখ পর্যন্ত। এই বিশেষ প্রদর্শনীর জন্য সারা পৃথিবীর কার্টুনিস্টদের কাজের থেকে বেছে নেওয়া প্রথম একশো কার্টুনের শিল্পীদের মধ্যে দু’জন ভারতীয়। তাঁদের মধ্যে আবার একজনের নাম ” বঙ্কু ডাক্তার “। তিনি বাঁকুড়ার চিকিৎসক ডাঃ সায়ন পাল। তিনি ” বঙ্কুডাক্তার ” চরিত্রটির উপর নিয়মিত কমিকস এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকায়। পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। প্রসঙ্গত উল্লেখ্য , গত মাসেই দেশের দিল্লিতে আরও একটি আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতাতেও সায়নের কার্টুন প্রথম চল্লিশ জন ভারতীয় সৃষ্টির মধ্যে স্থান করে নিয়ে প্রদর্শনীর জন্য সসম্মানে মনোনীত হয়েছে ।

আরও পড়ুন : ঘন বনে সুপারহিট শ্যুটিং স্পট! গ্রীষ্মের দহনজ্বালা থেকে বাঁচতে আসুন জঙ্গলে ঘেরা ৪০০ বছরের প্রাচীন এই রাজবাড়িতে

বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন । তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন। স্কুলজীবন থেকেই কমিক্সে আগ্রহী তিনি। ২০১৪ সালে পত্র ভারতী প্রকাশন আয়োজিত রাজ্যব্যাপী নবীন কমিকস সাহিত্য প্রতিযোগিতায় সায়ন প্রথম স্থান লাভ করেন। “বঙ্কুডাক্তার” ছাড়াও সায়নের সৃষ্ট অন্যান্য কমিকস চরিত্রগুলি হল পটলবাবু ( ওয়েব কমিকস ), কনস্টেবল মাখনলাল ( জলফড়িং), উদয়পুরে হুলুস্থুলু ( অন্তরীপ)।

সায়ন পালের কমিকস এর মাধ্যমে বারে বারে উঠে এসেছে বাঁকুড়া। এমনকি “বঙ্কু ডাক্তার” চরিত্রটি নিজে বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা। ৮ থেকে ৮০-প্রত্যেকেই পড়তে পারবেন এই কমিকসগুলি। তিনি নিজের কমিকস এর মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তাধারা। বঙ্কু ডাক্তার ওরফে ডাক্তার সায়ন পালের কাজ আজকের নয়। স্কুল জীবন থেকে একটি প্যাশনকে তাড়া করতে করতে আজ আন্তর্জাতিক ক্ষেত্রে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন তিনি। বাঁকুড়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পেরিয়ে এ বার ব্রাজিলেও “বঙ্কু ডাক্তার”।