ঘটছে দুর্ঘটনা

North 24 Parganas News: বারাসাতের এই রাস্তায় তৈরি হয়েছে মৃত্যুফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

উত্তর ২৪ পরগনা: জেলা সদর শহর বারাসাতের গুরুত্বপূর্ণ এই রাস্তাই এখন মৃত্যুফাঁদ। সামান্য বৃষ্টি হলেই রাস্তা হয়ে যাচ্ছে পিচ্ছিল। আর তার জেরেই ছোট বড় যানবাহন থেকে দু চাকার যাত্রীদের ক্ষেত্রে ঘটছে দুর্ঘটনা। জানা যায়, কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ ৩৪ নম্বর জাতীয় সড়ক এটি। জেলা সদর শহর বারাসাতের এই গুরুত্বপূর্ণ রাস্তা ব্যবহার করেই প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ সহ যানবাহন। এমনকি পণ্যবাহী গাড়িও এই রাস্তা ব্যবহার করেই চলাচল করে।  ১১ নম্বর রেলগেট এলাকায় বেহাল রাস্তার ছবিটাই যেন চেনা হয়ে গিয়েছে বারাসাতবাসীর কাছে। মাঝে মাঝে রেলের তরফ থেকে ওই রেল গেট এলাকার রাস্তা ঠিক করা হলেও অল্পদিনেই বেহাল হয়ে যায় তা। এদিন সামান্য বৃষ্টি হতেই ১১ নম্বর এল রেলগেট এলাকায় পরপর ঘটতে থাকে দুর্ঘটনা।

আরও পড়ুন: নজরদারিতে কি কিছুটা কমল দাম? সবজি বাজার নিয়ে কী বলছেন ক্রেতা থেকে বিক্রেতারা

দু চাকার গাড়ি নিয়ে পারাপার হওয়ার সময় রেললাইনে পিছলে পড়ে যান বহুযাত্রী। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে তার থেকেও বড় আশঙ্কার কথা, ব্যস্ততম এই রাস্তায় সবসময় চলে ভারী যানবাহন। দুর্ঘটনার সময় লাইনে হঠাৎই পড়ে যাওয়ায় পিছন থেকে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যেকোনো সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা এমনকি প্রাণহানীর আশঙ্কাও তৈরি হচ্ছে এই এলাকায়। সামনেই কলেজ থাকায় প্রতিদিন বহু ছাত্র-ছাত্রী এই রাস্তা ব্যবহার করেই আসা-যাওয়া করেন। তাদের চলাচলের ক্ষেত্রেও তৈরি হচ্ছে আশঙ্কা। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী এই ১১ নম্বর রেলগেট এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। রেল গেটের দায়িত্বে থাকা গেট ম্যান সহ পুলিশ ও স্থানীয় ট্রাফিকের দায়িত্ব সামলানো কর্মীদের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা মিললেও, যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। যাত্রী থেকে সাধারণ মানুষজন তাই এখন দাবি করছেন অবিলম্বে রেলের তরফ থেকে এই ১১ নম্বর রেলগেট এলাকার বেহাল রাস্তা সংস্কার করা হোক।

আরও পড়ুন: গঙ্গায় ঘুরছে ১২ ফুটের এই প্রাণী, এখন চরম আতঙ্ক, মৎস্যজীবীদের বন্ধ রুটি-রুজি

রেললাইন থেকে রাস্তার মাঝের আস্তরণ উঠে গিয়ে বেরিয়ে গিয়েছে খোয়া, গর্তের সৃষ্টি হয়েছে তাতে। আর সেখানেই জল জমে কাদা হয়ে যাচ্ছে গোটা এলাকা, পিচ্ছিল হয়ে পড়েছে তাতেই। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে বলেই জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে সাময়িক সামাল দিতে রেললাইন ও রাস্তার মাঝে জমা জলের জায়গায় দেওয়া হচ্ছে মাটি চাপা। আর এতেই প্রশ্ন উঠছে আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আরও ভয়ংকর পিচ্ছিল হয়ে উঠবে গোটা এলাকা। পথ চলতি মানুষজন থেকে যানবাহন চালকদের এখন দাবি, অবিলম্বে এই বেহাল রেলগেট সংস্কারের স্থায়ী সমাধান করুক রেল দফতর। বিষয়টি খতিয়ে দেখতে বেহাল এই রেলগেট পরিদর্শনে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান অবিলম্বে বিষয়টি রেল দফতরের নজরে আনবেন। রেলের তরফ থেকে রাস্তা ঠিক করে দেওয়া না হলে সরকারের তরফেই করে দেওয়া হবে এই রাস্তা সংস্কার বলেও জানান কাকলি। তবে এখন এই পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নেওয়া হয় রেলের তরফে সেদিকেই তাকিয়ে সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy