পুজো কমিটিদের নিয়ে বৈঠক

Durga Puja 2024: শারদোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বারুইপুর পুলিশ জেলা!

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ক্যালেন্ডারের হিসেব বলছে, বাঙালির সেরা উত্‍সব মাত্র আর মাত্র একমাস বাকি । দুর্গাপুজো উৎসব মুখর পরিবেশে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পরামর্শ দিয়েছে বারুইপুর পুলিশ জেলার অধিকর্তারা। আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি হিসাবেই বারুইপুর পুলিশ জেলার পুজো কমিটিকে নিয়ে বৈঠক করল। দুর্গাপুজোয় জয়নগর থানা এলাকার প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করল পুলিশ। সম্প্রতি জয়নগর টাউন হলে এলাকার ১৪২টি পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পুলিশ।

আরও পড়ুন:  সুন্দরবনে সাফ হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ, গ্রামবাসীরা সরব হতেই যা হল

সেখানেই পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয় মণ্ডপে বাধ্যতামূলক ভাবে সিসি ক্যামেরা রাখতে হবে। পাশাপাশি, অগ্নি নির্বাপণ ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়। প্রতিটি মণ্ডপে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মণ্ডপে অগ্নি নির্বাপণ যন্ত্র রাখার কথা বলা হয়েছে। যাঁরা একান্তই তা রাখতে পারবেন না, তাঁদের পর্যাপ্ত পরিমাণে বালির বস্তা, জল ও হোস পাইপ মজুত রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে প্রতি মণ্ডপে বেশি সংখ্যায় মহিলা স্বেচ্ছাসেবক রাখার কথাও বলে হয়েছে পুজো কমিটিগুলিকে।

আরও পড়ুন: খবর প্রকাশেই নড়ে চড়ে বসল প্রশাসন! তড়িঘড়ি হচ্ছে রাস্তা সারাই

পুলিশ জানিয়েছে, পুজোর দিনগুলিতে রাতে টহলদারি জোরদার হবে। পুলিশের আলাদা বাইক-টিম প্রতি মণ্ডপে নজরদারি চালাবে। এছাড়া, পুলিশ সহায়তা কেন্দ্র হবে প্রতি মণ্ডপে। জয়নগর থানার আইসি পার্থসারথি পাল বলেন, “পুজোর নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখা হবে না। উৎসবের মরসুম সুষ্ঠু ভাবে শেষ করতে আমরা বদ্ধপরিকর। এর পাশাপাশি পুজোর মরসুমের আগে থেকেই উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি পরিস্থিতি। এ বিষয়ে পুজো কমিটিগুলিকে সজাগ থাকতে বলেছেন পুলিশ কোনও ভাবে যাতে পুজো মণ্ডপ এবং তৎসংলগ্ন এলাকায় জল জমতে না পারে সে দিকে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা