বসিরহাট পুরসভা

North 24 Parganas News:পরিচ্ছন্নতা ও বর্জ‍্য নিকাশীর পরিষেবায় সুনাম বসিরহাট পুরসভার, খুশি প্রশাসন থেকে স্থানীয়

বসিরহাট: মুখ্যমন্ত্রীর প্রশংসায় পরিচ্ছন্নতায় কলকাতার সঙ্গে এক আসনে জুড়লো বসিরহাটের নাম। পরিচ্ছন্নতার প্রসঙ্গে কলকাতার সঙ্গে এক আসনে জুড়ল বসিরহাটের নাম। সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় রাজ‍্য জুড়ে পৌরসভা গুলির বিভিন্ন দফতরের এক রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে ছিল পানীয় জল, হাউসিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ‍্য নিকাশীর মতো বিভাগগুলি। সেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ‍্য নিকাশীর বিভাগে যখন হাওড়া জেলার সদরের হাওড়া পৌর নিগম ও বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌরসভা সহ ডালখোলা বা পানিহাটির মত পৌরসভা গুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নিন্দাও করেছেন পৌরমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের। সেই ছবির একেবারে উল্টো হেঁটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ‍্য নিকাশী বিভাগে কলকাতা পৌর নিগমের সঙ্গে এক আসনে জায়গা করে নিল বসিরহাট পৌরসভা।

আরও পড়ুন:  জরাজীর্ণ কড়িবরগার ছাদ ও সিঁড়ি, বঙ্কিমচন্দ্রের কাজের জায়গা হারিয়ে যাচ্ছে চূড়ান্ত অবহেলায়

যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল বসিরহাটের ২৩টি ওয়ার্ল্ড জুড়ে। বিষয়টি নিয়ে বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, “২০২২ সালে পৌর বোর্ড গঠনের পর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো। সেই মতই আমরা কাজ করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। সঙ্গে পৌরসভার ৫২৮ জন নির্মল বাংলার বন্ধু রয়েছে তারা প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলো এখানে এনে প্রতিদিন কাজ করার জন্য পুরুষ ১৫জন, মহিলা ১৩ জন যারা এগুলোকে প্রসেসিং করে সারে রূপান্তরিত করেন। বিভাগীয় আধিকারিক ও সাফাই কর্মচারী সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাব। তারা যেভাবে কাজ করে চলেছে আগামী দিন বসে পৌরসভা একটা মডেল পৌরসভা হিসেবে চিহ্নিত হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা