Taki Mini Sundarbans: চারিদিকে খোলা হাওয়া, বাংলার এই মিনি সুন্দরবন ট্যুরিস্টদের দিচ্ছে হাতছানি, ফ্যামিলির পারফেক্ট উইকেন্ড কাটবে

কাগজ কলমে বলতে গেলে বর্ষা এসে গেলেও এখনও দাপিয়ে ব্যাটিং চালাচ্ছে গ্রীষ্মের দাবদাহ। এমন সময় বাংলাদেশের কোলঘেঁষে একটু শান্ত মনোরম স্নিগ্ধ সুন্দরবনের পরিবেশ হলে কেমন হয়! সুন্দরবনে না গিয়েও কোলকাতা শহরের খুব কাছ থেকে এবার ঘুরে আসুন। (জুলফিকার মোল্যা)
কাগজ কলমে বলতে গেলে বর্ষা এসে গেলেও এখনও দাপিয়ে ব্যাটিং চালাচ্ছে গ্রীষ্মের দাবদাহ। এমন সময় বাংলাদেশের কোলঘেঁষে একটু শান্ত মনোরম স্নিগ্ধ সুন্দরবনের পরিবেশ হলে কেমন হয়! সুন্দরবনে না গিয়েও কোলকাতা শহরের খুব কাছ থেকে এবার ঘুরে আসুন। (জুলফিকার মোল্যা)
অনেকেই কাজের ব্যস্ততায় সময়ের অভাবে সুন্দরবন যেতে পারছেন না! তবে চিন্তা নেই। একদিনের মধ্যেই কোলকাতার খুব কাছাকাছি সুন্দরবনের অনূভুতি নিন টাকির গোলপাতা জঙ্গলে। গোলপাতার কথা শুনলেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা। হ্যাঁ,সুন্দরবনেরই যেন অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে পারবেন। এই তীব্র গরমে শান্ত নিরিবিলি পরিবেশ ও ইছামতীর স্নিগ্ধ বাতাসে মন ভরে উঠবে।
অনেকেই কাজের ব্যস্ততায় সময়ের অভাবে সুন্দরবন যেতে পারছেন না! তবে চিন্তা নেই। একদিনের মধ্যেই কোলকাতার খুব কাছাকাছি সুন্দরবনের অনূভুতি নিন টাকির গোলপাতা জঙ্গলে। গোলপাতার কথা শুনলেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা। হ্যাঁ,সুন্দরবনেরই যেন অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে পারবেন। এই তীব্র গরমে শান্ত নিরিবিলি পরিবেশ ও ইছামতীর স্নিগ্ধ বাতাসে মন ভরে উঠবে।
তবে কিভাবে যাবেন? ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় ২ ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে টোটোতে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকি।
তবে কিভাবে যাবেন? ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় ২ ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে টোটোতে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকি।
প্রথমেই আপনার চোখে পড়বে ইছামতী নদীর ওপারের কিনারায় বাংলাদেশের দৃশ্যপট। পরপর টাকী পূবের বাড়ি, রাজবাড়ী ঘুরতে ঘুরতে ম্যানগ্রোভ অরণ্যাবৃত মিনি সুন্দরবনে পৌঁছে যাবেন যা গোলপাতা জঙ্গল নামে পরিচিত।
প্রথমেই আপনার চোখে পড়বে ইছামতী নদীর ওপারের কিনারায় বাংলাদেশের দৃশ্যপট। পরপর টাকী পূবের বাড়ি, রাজবাড়ী ঘুরতে ঘুরতে ম্যানগ্রোভ অরণ্যাবৃত মিনি সুন্দরবনে পৌঁছে যাবেন যা গোলপাতা জঙ্গল নামে পরিচিত।
এখানে গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল উত্তর ২৪ পরগনার জেলার টাকীতে অবস্থিত। ইছামতী নদীর তীরে এই জঙ্গল আর তার ওপাশেই বাংলাদেশ। গোলপাতা জঙ্গল জনপ্রিয় বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয়। জনপ্রিয় মিনি সুন্দরবনের মত ঘন জঙ্গল পথ এই জঙ্গল। জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌছে যাবেন যেখানে আপনি ওপার বাংলার মাঠ, জমি অনেক কাছ থেকেই দেখতে পাবেন।
এখানে গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল উত্তর ২৪ পরগনার জেলার টাকীতে অবস্থিত। ইছামতী নদীর তীরে এই জঙ্গল আর তার ওপাশেই বাংলাদেশ। গোলপাতা জঙ্গল জনপ্রিয় বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয়। জনপ্রিয় মিনি সুন্দরবনের মত ঘন জঙ্গল পথ এই জঙ্গল। জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌছে যাবেন যেখানে আপনি ওপার বাংলার মাঠ, জমি অনেক কাছ থেকেই দেখতে পাবেন।