বিজেপি নেতা 

Purba Bardhaman News: মাথা ন্যাড়া করলেন বিজেপি নেতা , কারণ জানলে অবাক হবেন 

পূর্ব বর্ধমান: সোমবার বর্ধমানে ঘটে গেল এক অবাক করা ঘটনা। এই ঘটনার কথা জানলে আপনিও অবাক হবেন। এদিন সোমবার এক বিজেপি নেতা যে কাজ করলেন তা দেখে রীতিমত হতবাক বহু মানুষ। বিজেপি নেতার কীর্তিকলাপ দেখে তাজ্জব সকলেই ! এদিন এই বিজেপি নেতা চুল , দাড়ি, গোঁফ কেটে, রীতিমত মাথা ন্যাড়া হয়ে গঙ্গায় ১০৮ টা ডুব দিয়ে পুজো দিলেন হনুমান মন্দিরে। তবে মাথা ন্যাড়া করার কারণ জানলে চমকে যাবেন !

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। আর এদিন সোমবার সেই আনন্দে নিজের চুল, দাড়ি, গোঁফ কেটে ফেললেন বর্ধমানের এক বিজেপি নেতা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন খাজুরডিহি অঞ্চলের বাসিন্দা শ্যামল দেবনাথ। পেশায় তিনি ব্যবসায়ী। তবে ২০১৪ সাল থেকে শ্যামল বাবু বিজেপি পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি খাজুরডিহি অঞ্চলের ১৫ নম্বর বুথের বুথ সভাপতি। প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ ভক্ত। একাধিক বার তাকে দলীয় বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে।

তবে এবার একটু অন্যরকম ভাবেই দেখা গেল শ্যামল বাবুকে। এই প্রসঙ্গে শ্যামল দেবনাথ বলেন,”আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি তা বলে বোঝানো যাবেনা। ওনার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে চুল , দাড়ি কাটবো বলেছিলাম। উনি রবিবার শপথ নিয়েছেন সেই কারণে আমি আজ চুল , দাড়ি কাটলাম।”

পঞ্চায়েত ভোটের পরই শ্যামল দেবনাথ প্রতিজ্ঞা করেছিলেন, নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তিনি চুল , দাড়ি কাটবেন না। দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে তিনি চুল , দাড়ি কাটেননি। রবিবার পুনরায় তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন। এবং সেই কারণেই প্রতিজ্ঞা অনুসারে এদিন চুল , দাড়ি, গোঁফ কেটে রীতিমত মাথা ন্যাড়া করলেন শ্যামল দেবনাথ।

আরও পড়ুনঃ Saayoni Ghosh: ভোটে জিতেই যাদবপুরের সাধারণ মানুষের জন্য নয়া চমক দিলেন সায়নী ঘোষ, করলেন বড় ঘোষণা

সোমবার নাপিত ডেকে চুল ,দাড়ি, গোঁফ কেটে মাথায় ঘট এবং হাতে নরেন্দ্র মোদির ছবি নিয়ে তিনি গঙ্গায় যান। এবং পরবর্তীতে নদীতে ১০৮ টা ডুব দিয়ে ঘটে করে জল নিয়ে কাটোয়া শহরের ভূতনাথ তলায় হনুমান মন্দিরে পুজো দেন শ্যামল দেবনাথ। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার কারণে , বিজেপি নেতা শ্যামল দেবনাথের এহেন কর্মকাণ্ড সত্যিই একটু অবাক করা।

বনোয়ারীলাল চৌধুরী