কুড়িয়ে পাওয়া সেই আইফোন

Bengali News: টোটোয় পড়ে দেড় লক্ষ টাকার আইফোন, দেখতে পেয়ে এ কী কাণ্ড চালকের!

নদিয়া: সততা যে পুরোপুরি হারিয়ে যায়নি তার প্রমাণ দিলেন নবদ্বীপের স্বরূপগঞ্জের টোটো চালক। এক যাত্রী তাঁর টোটোয় দেড় লক্ষ টাকার আইফোন ফেলে নেমে গিয়েছিলেন। সেটা পেয়ে পরে ওই যাত্রীকে ফিরিয়ে দিলেন টোটো চালক বিকাশ দেবনাথ।

আরও পড়ুন: ২০ বছরের চেষ্টায় তুলাইপাঞ্জি চাষ করতে পারলেন এই কৃষকরা! দীর্ঘ প্রতীক্ষার কারণ কী?

বিকাশবাবু আসলে পেশায় একজন তাঁত শিল্পী। কিন্তু তাঁত চালিয়ে তো এখন আর সংসার চলে না। তাই বাধ্য হয়ে বিকেলের দিকে টোটো চালান। শুক্রবার বিকেলে তেমনই টোটো নিয়ে বেরিয়েছিলেন তিনি। নবদ্বীপের বড়ালঘাট থেকে টোটোয় এক মহিলা যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে মনিপুরের একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসের সামনে নামিয়ে দেন। এরপরই বৃষ্টি শুরু হয়। আর তাই টোটোর পর্দা নামাতে গিয়ে বিকাশ দেবনাথ দেখেন একটি মোবাইল ফোন পড়ে আছে সিটের কোনে। সেই ফোনটি তুলতেই চক্ষু চড়কগাছ হয় যায় ঐ যুবকের। ফোনটি ছিল অ্যাপেলের টপ মডেলের, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা!

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বুঝতে পারেন শেষের ঐ মহিলা যাত্রীই হয়ত ফোনটি ফেলে গিয়েছেন। টোটো চালক বিকাশ দেবনাথ এরপর ফোনটি সাবধানে নিজের কাছে রেখে দেন। যাতে ওই মহিলা অন্য কারোর ফোন থেকে কল করলে সেটি ধরে তাঁকে ফোনটা ফেরত দিতে পারেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন ওই আইফোনের মধ্যে কোন‌ও সিম কার্ড’ই নেই! এরপর তিনি এই অতি দামী স্মার্টফোনটি নিয়ে নবদ্বীপ থানায় যান।পুলিশের হাতে তুলে দেন ফোনটি। পুলিশ জানিয়েছে, প্রমাণ ও পরিচয় পত্র যাচাই করে দেখে প্রকৃত মালিকের কাছে তারা ফোনটি পৌঁছে দেবে।

মৈনাক দেবনাথ