ঘটনাস্থলে পুলিশ তদন্ত

Bengali News: বেলপাড়া নিয়ে দুই ভাইয়ের ঝামেলা, থামাতে গিয়ে প্রাণ গেল পাশের বাড়ির মহিলার

মালদহ: গাছের বেল পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম ঝামেলা। আর তারই বলি হলেন প্রতিবেশী মহিলা। দীর্ঘক্ষণ ধরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সেই সময় প্রতিবেশী এক মহিলা ঝামেলা থামাতে এগিয়ে আসেন। তিনি এক ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলায় অপরজন ক্ষুদ্ধ হয়ে ওই মহিলাকে বেধড়ক বাঁশপেটা করেন বলে অভিযোগ। আর তাতেই মৃত্যু হয় ওই মহিলার ঘটনাটি কালিয়াচকের।

আর‌ও পড়ুন: লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভাসছে, দুর্গন্ধে নাজেহাল বহরমপুরবাসী

মৃত মহিলার নাম আনজারা বিবি (৪৫)। মঙ্গলবার সন্ধেয় মালদহের কালিয়াচক থানার বালিয়াডাঙা আনসারি পাড়ায় গাছ থেকে বেল পাড়াকে কেন্দ্র করে আনিকুল শেখ ও সানিকুল শেখ নামে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। রমজান মাস চলায় ঝামেলা করতে নিষেধ করেন তাঁদের দূর সম্পর্কের আত্মীয় আনজারা বিবি। এতে আর‌ও ক্ষিপ্ত হয়ে ওঠেন আনিকুল শেখ ও তাঁর পরিবার, এমনটাই দাবি প্রতিবেশীদের। তাঁরা ফোন মারফত আরও কয়েকজনকে ডেকে বাঁশ ও লাঠি দিয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ।

মৃত মহিলার বোন শাহনাজ বিবি বলেন, আমার দিদি রান্না করছিল। সেই সময় প্রতিবেশী দুই ভাইয়ের বিবাদ শুরু হয় বেল পাড়া নিয়ে। আমার দিদি প্রতিবাদ করায় তার উপর চড়াও হয়ে বাঁশ দিয়ে মারধর করে। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।‌ সেখানেই ওর মৃত্যু হয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় পরিবার ও প্রতিবেশীরা মিলে আনজারা বিবিকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ।

হরষিত সিংহ