রামপুরহাট হাসপাতাল 

Bengali News: জটিল রোগ নিয়ে জন্মানো সদ্যজাতদের এবার জেলাতেই উচ্চমানের চিকিৎসা

বীরভূম: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নতুন ইউনিট চালু হল রামপুরহাট মেডিকেল কলেজে। আর্লি ইন্টারভেনশন অ্যান্ড ডেভেলপমেন্টলি সাপোর্টিভ কেয়ারে এবার থেকে অভিভাবকরা সহজেই যোগাযোগ করতে পারবেন। এর ফলে বীরভূমের বহু মানুষের সুবিধা হবে।

আরও পড়ুন: ড্রাগনের সঙ্গে স্ট্রবেরির চাষ! মিশ্র ফলনে বাজিমাত সুন্দরবনের কৃষকদের

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা ভেবেই বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল ডিইআইসি। স্বাস্থ্য দফতরের দাবি, বীরভূম জেলায় প্রথম এই ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার গড়ে উঠল। ফলে উপকৃত হবে হাসপাতালে আসা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।

রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে উত্তর দিকে পুষ্টি বিভাগের নিচে প্রথমতলে চালু হয়েছে এই বিভাগ। একদিন থেকে সাত বছর বয়স পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেখানেই চিকিৎসা করা হবে। শুধু চিকিৎসা নয়, তাদের নথি সংরক্ষিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সূত্র ধরে তাদের ১৮ বছর পর্যন্ত স্বাস্থ্য পর্যবেক্ষণ চলবে। হাসপাতালের এমএসভিপি পলাশ দাস জানান, গ্রামীণ এলাকার বহু গর্ভবতী মহিলা সব সময় পুষ্টিকর খাবার পান না। তাঁরা অন্যান্য নিয়ম কানুনও ঠিকভাবে পালন করতে পারেন না। ফলে সেই মায়েদের শিশুরা জন্মানোর পর অনেক সময় শারীরিক সমস্যায় ভোগে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চোখ-কানের সমস্যার পাশাপাশি হৃদপিন্ডে ছিদ্র, মানসিক অসুস্থতার আশঙ্কা থাকে। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তা নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা গেলে শিশুকে দ্রুত সুস্থ ও স্বাভাবিক করা সম্ভব। নতুন সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলি দেখা হবে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ কেন্দ্রে থাকবে একটা যৌথ সমীক্ষক দল। মেডিকেল টিমে থাকবেন সামাজ কর্মী, স্পেশাল এডুকেটর, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ইএনটি, অর্থোপেডিক ফিজিওথেরাপি, সাইক্রিয়াটিক ক্লিনিক্যাল অফথামোলজিস্ট ভিশন। আগামীদিনে এই কেন্দ্রটি বহু মানুষের কাজে লাগবে বলে আশা বীরভূমবাসীর।

সৌভিক রায়