প্রশ্নপত্র ফাঁস

NEET Exam: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে মধ্যমগ্রামের ছাপাখানাতে তল্লাশি ভিনরাজ্যের পুলিশের

উত্তর ২৪ পরগনা: নিট প্রশ্ন ফাঁস মামলা তদন্তে এর আগেই গ্রেফতার করা হয়েছিল কৌশিক কর নামে ছাপাখানার এক কর্তাকে। সেই ঘটনায় এদিন মধ্যমগ্রামের কারখানায় তল্লাশি চালাল বিহার পুলিশের এক প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকেরাও। যদিও সেই সময় কারখানার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগেও বিহার পুলিশ এসেছিল মধ্যমগ্রামের এই ছাপাখানায়, কিন্তু সেইসময় মধ্যমগ্রাম থানা বা বারাসত জেলা পুলিশের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। তবে এবার স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েই এদিন তল্লাশি চলে ওই ছাপাখানায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আগেই নাম জড়িয়েছে মধ্যমগ্রাম গঙ্গানগর এলাকার এই ছাপা কারখানার।

এই কারখানা প্রসঙ্গে দায়িত্বে থাকা কর্মীরা যেমন মুখে কুলুপ এঁটেছেন, পাশাপাশি স্থানীয়রাও এ বিষয়ে কিছুই জানতেন না বলেই জানান। তদন্তে পটনা পুলিশ জানতে পারে ব্লেসিং সিকিওড প্রেস প্রাইভেট লিমিটেড। ১৪২ ওল্ড যশোর রোড এ মিত্র কমপ্লেক্সের গঙ্গানগরের এই কারখানার কথা। সূত্রের খবর, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার যে সমস্ত প্রশ্নপত্র ছাপা হয়, তা এখান থেকেই মূলত হয়ে থাকে। এদিন ভিন রাজ্যের পুলিশি তল্লাশিতে রীতিমতো কৌতুহলী এলাকার মানুষজন।

Rudra Narayan Roy