Bike Accident: মধ্যরাতে গতির নেশায় ঝরে গেল তরতাজা দুটি প্রাণ!

মুর্শিদাবাদ: ঝড়ের গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা এবং তার জেরে প্রাণহানি যেন বন্ধ হওয়ার নয়। বৃহস্পতিবার মধ্যরাতে সামশেরগঞ্জে জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই যুবকের। আর‌ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত ওই যুবকদের নাম তন্ময় সরকার (১৯) ও বিমান সরকার (২২)। মুর্শিদাবাদের সুতি থানার ফরিদপুর গ্রামে তাদের বাড়ি। এই ঘটনায় আহত হয়েছে অরিজিৎ সরকার নামে আরও এক যুবক। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যেরাতে সুতির সাজুর মোড়ের দিক থেকে বাইকে করে সামশেরগঞ্জের বাসুদেবপুর হয়ে ডাকবাংলার দিকে যাচ্ছিল ওই তিন যুবক। সেই সময় বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই সুতির মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তন্ময় ও বিমানকে মৃত বলে ঘোষণা করেন। আহত অরিজিতের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।

আর‌ও পড়ুন: খোল বাজিয়ে কীর্তন, রোড শোয়ে জমজমাট প্রচার শাসক-বিরোধী সবার

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। মধ্যরাতের এমন দুর্ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বাইকের দ্রুত গতি থাকার কারণেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

কৌশিক অধিকারী