মুহূর্তে গায়েব হয়ে যাচ্ছে বাইক! চোরেদের হাতে বিশেষ যন্ত্র, শেষমেশ কীভাবে পুলিশের জালে মাস্টারমাইন্ড?

Bike Stealing: মুহূর্তে গায়েব হয়ে যাচ্ছে বাইক! চোরেদের হাতে বিশেষ যন্ত্র, শেষমেশ কীভাবে পুলিশের জালে মাস্টারমাইন্ড?

উত্তর ২৪ পরগনা: বিশেষ এই যন্ত্র ব্যবহার করেই মুহূর্তেই চুরি হয়ে যেত বাইক। এই বাইক চড়া দামে পাচার করা হত অন্যত্র, এবার বাইক চুরির তদন্তে নেমে গ্রেফতার করা হল মাস্টারমাইন্ডকে। আর এই সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অশোকনগর ভুরকুন্ডা এলাকার বাসিন্দা সৌরভ ঘোষ লিখিত অভিযোগ করে জানান, তার বাড়ির সামনে থেকে বাইক চুরি হয়। বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরে বাইক রেখে বাড়ির ভেতরে ঢুকতেই কয়েক মিনিটের মধ্যে গায়েব হয়ে যায় বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা গ্ল্যামার বাইক।

আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! নিমেষেই হয়ে যাচ্ছে ২০ খানা…এই গরমে সেঁকার ঝামেলা ভুলে যাবেন, দেখুন ভাইরাল পদ্ধতি

এবার সেই চুরির তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ, রাজা দুসাতকে হালিশহর বীজপুর থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই বাইক চুরির আসল মাস্টারমাইন্ড বছর ৫৩ শিবু দেবনাথকে কাঁচরাপাড়া শহীদনগর এলাকা থেকে ধরে।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি চুড়ি যাওয়া বাইক-সহ লক করা বাইক মুহূর্তে খুলে ফেলার বিশেষ যন্ত্র। যা দিয়ে তারা এই ধরনের অপারেশন চালাত। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। আরও বেশ কয়েকটি ঘটনার সঙ্গেও তাদের যোগ সাজোস পাওয়া গিয়েছে। ধৃতদের এদিন আদালতে পাঠানো হয়।

ছোট্ট এই চাবির মতো যন্ত্র ব্যবহার করেই হাতের কারসাজিতে মুহূর্তে ভেঙে ফেলা হতো বাইকের লক। আর তারপরেই চম্পট, এভাবেই চুরির বাইক বিক্রি করে মোটা টাকা তুলত তারা। ধৃতরা গ্রেফতার হতেই যেন কিছুটা হলেও বাইক চোরদের এই কারবারে আঘাত হানা গেল বলেই মনে করছেন-সহ নাগরিকরা।

Rudra Narayan Roy