Tag Archives: Motorbike

৪৪ বছর পর নতুন রূপে, রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে বাজারে এল Jawa 42 FJ, দাম ও ফিচার দেখে নিন

৪৪ বছর গায়েব! মোটরসাইকেলের ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র ব্র্যান্ড, চার দশক যার কোনও খোঁজ না মিললেও মানুষ মনে রেখেছে আজও। মাহিন্দ্রা সেই ব্র্যান্ডকে ফের নতুন করে চালু করল। প্রিমিয়াম বাইক ক্যাটেগরিতে এখন শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য সংস্থার। মঙ্গলবার তারা নিয়ে এল নতুন বাইক। হ্যাঁ, ‘জাওয়া’ (Jawa) ব্র্যান্ডের কথাই হচ্ছে।
৪৪ বছর গায়েব! মোটরসাইকেলের ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র ব্র্যান্ড, চার দশক যার কোনও খোঁজ না মিললেও মানুষ মনে রেখেছে আজও। মাহিন্দ্রা সেই ব্র্যান্ডকে ফের নতুন করে চালু করল। প্রিমিয়াম বাইক ক্যাটেগরিতে এখন শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য সংস্থার। মঙ্গলবার তারা নিয়ে এল নতুন বাইক। হ্যাঁ, ‘জাওয়া’ (Jawa) ব্র্যান্ডের কথাই হচ্ছে।
একসময় এদের ইয়াজদি বাইক দেশে সাড়া ফেলে দিয়েছিল। তারপর হঠাত করেই বাজার থেকে উধাও হয়ে যায়। ২০১৬ সালে ক্লাসিক লিজেন্ডস জাওয়া কিনে নেয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপ। তারপর ২০১৯ সালে নিয়ে আসে প্রথম বাইক। এবার ৩ সেপ্টেম্বর জাওয়া ৪২ এফজে লঞ্চ করল কোম্পানি।
একসময় এদের ইয়াজদি বাইক দেশে সাড়া ফেলে দিয়েছিল। তারপর হঠাত করেই বাজার থেকে উধাও হয়ে যায়। ২০১৬ সালে ক্লাসিক লিজেন্ডস জাওয়া কিনে নেয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপ। তারপর ২০১৯ সালে নিয়ে আসে প্রথম বাইক। এবার ৩ সেপ্টেম্বর জাওয়া ৪২ এফজে লঞ্চ করল কোম্পানি।
প্রিমিয়াম বাইক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেন, “গ্রুপের প্রিমিয়াম মোটরসাইকেল কোম্পানি ক্লাসিক লিজেন্ডস ম্যারাথন দৌড় শুরু করেছে। জাওয়া-এর মতো ব্র্যান্ডের পুনর্গঠনে কোম্পানি সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।’’
প্রিমিয়াম বাইক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেন, “গ্রুপের প্রিমিয়াম মোটরসাইকেল কোম্পানি ক্লাসিক লিজেন্ডস ম্যারাথন দৌড় শুরু করেছে। জাওয়া-এর মতো ব্র্যান্ডের পুনর্গঠনে কোম্পানি সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।’’
জাওয়া ৪২ এফজে (Jawa 42 FJ) বাইকের দাম শুরু হচ্ছে ১.৯৯ লক্ষ টাকা থেকে। আনন্দ মাহিন্দ্রার কথায়, “ব্র্যান্ড গল্পের মতো। একাধিক কাহিনি বুনেই একটা ব্র্যান্ড তৈরি হয়। কীভাবে তৈরি হল? কেন তৈরি হল? এই সবই গল্প। নতুন ব্র্যান্ড নতুন গল্প বলে। আর যখন পুরনো ব্র্যান্ড নতুন রূপে ফিরে আসে তখন তার গল্প আরও আকর্ষণীয় হয়।’’
জাওয়া ৪২ এফজে (Jawa 42 FJ) বাইকের দাম শুরু হচ্ছে ১.৯৯ লক্ষ টাকা থেকে। আনন্দ মাহিন্দ্রার কথায়, “ব্র্যান্ড গল্পের মতো। একাধিক কাহিনি বুনেই একটা ব্র্যান্ড তৈরি হয়। কীভাবে তৈরি হল? কেন তৈরি হল? এই সবই গল্প। নতুন ব্র্যান্ড নতুন গল্প বলে। আর যখন পুরনো ব্র্যান্ড নতুন রূপে ফিরে আসে তখন তার গল্প আরও আকর্ষণীয় হয়।’’
১৯৬০ সালে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল জাওয়া। পরের ১৪ বছর ছিল সাফল্যের ইতিহাস। বাইকপ্রেমীদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছিল কোম্পানি। ১৯৭৪ সালে আচমকাই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে উধাও হয়ে যায় সংস্থা। এরপর ২০১৬ সালে জাওয়া ব্র্যান্ড অধিগ্রহণ করে মাহিন্দ্রা। ২০১৮-এর শেষ দিকে এবং ২০১৯-এর শুরুতে তিনটি মডেল লঞ্চ হয়।
১৯৬০ সালে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল জাওয়া। পরের ১৪ বছর ছিল সাফল্যের ইতিহাস। বাইকপ্রেমীদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছিল কোম্পানি। ১৯৭৪ সালে আচমকাই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে উধাও হয়ে যায় সংস্থা। এরপর ২০১৬ সালে জাওয়া ব্র্যান্ড অধিগ্রহণ করে মাহিন্দ্রা। ২০১৮-এর শেষ দিকে এবং ২০১৯-এর শুরুতে তিনটি মডেল লঞ্চ হয়।
মাহিন্দ্রা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর অনীশ শাহ বলেন, “দেশের প্রিমিয়াম মোটর সাইকেল সেগমেন্টে দ্বিতীয় স্থানে রয়েছি আমরা। শীর্ষস্থান দখল করাই এখন লক্ষ্য। জাওয়া ৪২ এফজে বাইক ভাল মাইলেজ তো দিচ্ছেই, গতিও চমৎকার। ইঞ্জিন এবং কাউন্টারপার্ট বাইকের থেকে ছোট এবং শক্তিশালী।’’
মাহিন্দ্রা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর অনীশ শাহ বলেন, “দেশের প্রিমিয়াম মোটর সাইকেল সেগমেন্টে দ্বিতীয় স্থানে রয়েছি আমরা। শীর্ষস্থান দখল করাই এখন লক্ষ্য। জাওয়া ৪২ এফজে বাইক ভাল মাইলেজ তো দিচ্ছেই, গতিও চমৎকার। ইঞ্জিন এবং কাউন্টারপার্ট বাইকের থেকে ছোট এবং শক্তিশালী।’’
রয়্যাল এনফিল্ড, ক্লাসিক ৩৬০ এবং হান্টারের সঙ্গেই জাওয়া-এর প্রতিযোগিতা। 6 স্পিড গিয়ারবক্স সহ লঞ্চ করা হয়েছে জাওয়া ৪২ এফজে। 27 হর্স পাওয়ার এবং 28 Nm টর্ক সহ একটি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড 293 সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। তুলনায়, Royal Enfield Classic 360-এ রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। জাওয়ার ওজন 170 কেজি এবং ক্লাসিক 360 এর ওজন 192 কেজি। হালকা হওয়ায় বেশি মাইলেজ দেবে। এছাড়াও বাইকের পিছনের চাকায় ABS এর সঙ্গে ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে। File Photo
রয়্যাল এনফিল্ড, ক্লাসিক ৩৬০ এবং হান্টারের সঙ্গেই জাওয়া-এর প্রতিযোগিতা। 6 স্পিড গিয়ারবক্স সহ লঞ্চ করা হয়েছে জাওয়া ৪২ এফজে। 27 হর্স পাওয়ার এবং 28 Nm টর্ক সহ একটি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড 293 সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। তুলনায়, Royal Enfield Classic 360-এ রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। জাওয়ার ওজন 170 কেজি এবং ক্লাসিক 360 এর ওজন 192 কেজি। হালকা হওয়ায় বেশি মাইলেজ দেবে। এছাড়াও বাইকের পিছনের চাকায় ABS এর সঙ্গে ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে। File Photo

Bajaj CNG motorbike: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনল বাজাজ, এক লিটারে কত কিলোমিটার পাড়ি? শুনলে হা হয়ে যাবেন

নয়াদিল্লি: বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ দিল্লির একটি অটো শো-তে এই বাইকটি লঞ্চ করা হয়েছে৷ তবে সিএনজি-র পাশাপাশি এই বাইক পেট্রলেও চালানো যাবে৷

বাজাজই প্রথম সংস্থা যারা সিএনজি চালিত মোটরবাইক নিয়ে এল৷ আপাতত ভারতের বাজারেই নিয়ে আসা হবে ১২৫ সিসি-র এই মোটরবাইক৷ মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম ১২৫৷ ভাল সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলেই সংস্থা সূত্রে খবর৷ ভারতের পাশাপাশি এই মোটরবাইক বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে বাজাজের৷

আরও পড়ুন: এ কী হল! ৪০ জন খুদে পড়ুয়া নিয়ে সজোরে ধাক্কা মারল বাস… মর্মান্তিক দুর্ঘটনা

জানা গিয়েছে, মোটরবাইকের হ্যান্ডেলেই একটি সুইচ থাকবে যা চাপলেই বাইক পেট্রল থেকে সিএনজি মোডে চলে যাবে৷ আবার ওই সুইচটি চাপলেই ফের সিএনজি মোডে চলবে বাইক৷ বাজাজের এই বাইকে দু লিটারের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে৷ ফুল ট্যাঙ্ক সিএনজি ভরলে ৩০০ কিলোমিটার যাবে এই বাইক৷

সিএনজি বাইকে জ্বালানি খরচ কত?

বাইকটির লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি৷ তিনি জানান, সিএনজি চালিত বাইক চালানোর খরচ কিলোমিটার প্রতি মাত্র ১ টাকায় দাঁড়াবে৷

সবথেকে লম্বা সিট

সংস্থার এমডি রাজীব বাজাজ জানিয়েছেন, বাইকটির আরও একটি বৈশিষ্ট্য হল এটির সিট অন্যান্য যে কোনও বাইকের থেকে লম্বা৷ ফলে পরিবার নিয়ে সফরের জন্য আদর্শ এই ফ্রিডম ১২৫৷ রাজীব বাজাজের কথায়, এই বাইকে বাচ্চাকে কোলে নিয়ে বসতে হবে না৷

সিএনজি এবং ব্যাটারি চালিত বাইকের সুবিধা-অসুবিধা

ভারতের বাজারে অনেকদিনই ব্যাটারি চালিত স্কুটার এবং বেশ কিছু বাইক এসেছে৷ তবে ব্যাটারি চালিত বাইক অথবা স্কুটির অন্যতম প্রতিবন্ধকতা হল চার্জ করতে অনেকটা সময় চলে যায়৷ আর একটি সমস্যা হল ব্যাটারি চালিত স্কুটির বা মোটরবাইকের তুলনায় সিএনজি চালিত এই বাইকের মাইলেজ অনেক বেশি৷ তবে জ্বালানির খরচের হিসেবের দিক দিয়ে ব্যাটারি চালিত বাইক বা স্কুটিই সস্তা৷ তাছাড়া, ভারতে এখনও সিএনজি পাম্পের সংখ্যা কম৷

তবে বাজাজের নতুন এই বাইকের দাম এখনও জানা যায়নি৷ যদিও একটি সূত্রের খবর, ফ্রিডম ১২৫-এর দাম শুরু হতে পারে ৯৫ হাজার টাকা থেকে৷

Bike Stealing: মুহূর্তে গায়েব হয়ে যাচ্ছে বাইক! চোরেদের হাতে বিশেষ যন্ত্র, শেষমেশ কীভাবে পুলিশের জালে মাস্টারমাইন্ড?

উত্তর ২৪ পরগনা: বিশেষ এই যন্ত্র ব্যবহার করেই মুহূর্তেই চুরি হয়ে যেত বাইক। এই বাইক চড়া দামে পাচার করা হত অন্যত্র, এবার বাইক চুরির তদন্তে নেমে গ্রেফতার করা হল মাস্টারমাইন্ডকে। আর এই সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অশোকনগর ভুরকুন্ডা এলাকার বাসিন্দা সৌরভ ঘোষ লিখিত অভিযোগ করে জানান, তার বাড়ির সামনে থেকে বাইক চুরি হয়। বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরে বাইক রেখে বাড়ির ভেতরে ঢুকতেই কয়েক মিনিটের মধ্যে গায়েব হয়ে যায় বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা গ্ল্যামার বাইক।

আরও পড়ুন: প্রেশার কুকারে রুটি! নিমেষেই হয়ে যাচ্ছে ২০ খানা…এই গরমে সেঁকার ঝামেলা ভুলে যাবেন, দেখুন ভাইরাল পদ্ধতি

এবার সেই চুরির তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ, রাজা দুসাতকে হালিশহর বীজপুর থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই বাইক চুরির আসল মাস্টারমাইন্ড বছর ৫৩ শিবু দেবনাথকে কাঁচরাপাড়া শহীদনগর এলাকা থেকে ধরে।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি চুড়ি যাওয়া বাইক-সহ লক করা বাইক মুহূর্তে খুলে ফেলার বিশেষ যন্ত্র। যা দিয়ে তারা এই ধরনের অপারেশন চালাত। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। আরও বেশ কয়েকটি ঘটনার সঙ্গেও তাদের যোগ সাজোস পাওয়া গিয়েছে। ধৃতদের এদিন আদালতে পাঠানো হয়।

ছোট্ট এই চাবির মতো যন্ত্র ব্যবহার করেই হাতের কারসাজিতে মুহূর্তে ভেঙে ফেলা হতো বাইকের লক। আর তারপরেই চম্পট, এভাবেই চুরির বাইক বিক্রি করে মোটা টাকা তুলত তারা। ধৃতরা গ্রেফতার হতেই যেন কিছুটা হলেও বাইক চোরদের এই কারবারে আঘাত হানা গেল বলেই মনে করছেন-সহ নাগরিকরা।

Rudra Narayan Roy