বীরভূমে অনুব্রত যুগ শেষ?

Birbhum: অনুব্রতর দিন শেষ? ভোটের বীরভূমে তৃণমূলের নতুন ‘ম্যানেজার’! কে সে? একটি দৃশ্যই সব চমক

বীরভূম: অনুব্রত মণ্ডল-হীন বীরভূমে এবার তৃণমূলের ভোটের কান্ডারী কাজল শেখ। পাপুড়ি গ্রামের বাড়িতে বসে টেলিফোনেই বীরভূমের ভোট ‘কন্ট্রোল’ করছেন কাজল। বীরভূমের দু’টি লোকসভা আসনে গতবারের তুলনায় এবার লিড বাড়বে তৃণমূলের। দুপুর দুটোতেই কাজল শেখ বলে দিলেন তৃণমূল জিতে গিয়েছে দুটি লোকসভাতেই।

এমনকি কোন বিধানসভায় কত লিড পাবে দল, তাও নিউজ ১৮ বাংলা-কে বলে দিলেন কাজল শেখ। তিনি বলেন, ”অনুব্রত মণ্ডল দলের অভিভাবক। তাঁর অভাব উপলব্ধি করি। তিনি আমার রাজনীতির পথপ্রদর্শক ছিলেন। অনুব্রতর সঙ্গে বিবাদ সংবাদ মাধ্যমের একাংশের তৈরি। একসময় আমাকেও বাম বিরোধিতার জন্য অপরাধের জগতে থাকতে হয়েছিল। এখন হিংসা, সন্ত্রাসহীন নানুর এমনকী বীরভূম তৈরিই লক্ষ্য।”

আরও পড়ুন: বীরভূমে বুথের সামনেই ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ অঘটন! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু

ভোট হচ্ছে, বুথ আছে কিন্তু নেই বীরভূমের তৃণমূলের কমান্ডার ইন চার্জ অনুব্রত মণ্ডল। চতুর্থ দফায় ২০২৪-র লোকসভা নির্বাচন চলছে বোলপুরে। তবে অনুব্রত রয়েছেন দিল্লির তিহার জেলে। সেই কারণেই থমথম করছে বোলপুর। অনুব্রত মণ্ডলের বাড়ি কালিকাপুরের বাসিন্দাদের মন ভারাক্রান্ত। কেউ কেউ বলছেন ভোট বলে মনেই হচ্ছে না।

আজকের দিনে তাঁর বাড়ির সামনে মানুষের ঢল নামত। দলের কর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষ আসতেন দেখা করতে। তবে ভোট শুরু হলেও এদিন সেই দৃশ্য নেই। খাঁ খাঁ করছে অনুব্রত মণ্ডলের বাড়ি। এই বাড়ি থেকে মোটর সাইকেলে করে ভোট দিতে যেতেন অনুব্রত মণ্ডল। কালিকাপুরের সরু ওলি-গলি পেরিয়ে যেতে হত ভোটকেন্দ্র ভাগবত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। আজ দেখা নেই সেই দৃশ্যেরও। বরং বীরভূম সামলাচ্ছেন কাজল শেখ।