বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী ও বিজেপির প্রার্থী

North 24 Parganas News: বাগদা উপনির্বাচনে বিজেপি বনাম বিজেপি! ফায়দা নিতে পারবে তৃণমূল?

বাগদা: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভায়, উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তাদের দলের তরফে ভোটের ময়দানে লড়াইয়ে জন্য নাম ঘোষণা করেছেন। তবে এবার বাগদা বিধানসভা এলাকার মানুষজন তৃণমূল বনাম বিজেপি নয়, বরং দেখবে বিজেপির সঙ্গেই বিজেপির লড়াই।

ভাবছেন এ আবার কীভাবে সম্ভব! চলুন তবে জেনে নেওয়া যাক আসল ঘটনা। আগামী ১০ জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল সহ বিজেপি, কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এদিন বনগাঁ মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।

আরও পড়ুন: ব্যাগে বন্দুক, বদলা নিতে মুর্শিদাবাদের স্কুলে দুই ছাত্র? ছুটে এল পুলিশ

জানা যায়, সত্যজিৎ বাবু পেশায় স্কুল শিক্ষক এবং বাগদার স্থানীয় বাসিন্দা। এই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিতে আসার সময়ও দেখা গেল এক অন্য ছবি। প্রার্থীর গলায় গেরুয়া উত্তরীয় এবং প্রার্থীর সঙ্গে উপস্থিত কর্মীদের হাতে বিজেপির পতাকা, মুখে জয় শ্রীরাম স্লোগান। মিছিল দেখে যেন বোঝার উপায় নেই, মনোনয়ন জমা দিতে এসেছেন নির্দল প্রার্থী। আর এভাবেই বিজেপির দলীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।

পাশাপাশি, এদিন বিজেপি দল এবং সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উপড়ে দিতে শোনা যায় নির্দল প্রার্থীর গলায়। অন্য দিকে, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির তরফে ঘোষণা করা প্রার্থী বিনয়কুমার বিশ্বাস।

স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগদার বিজেপি কর্মীদের একাংশ দাবি করেছিলেন বাগদার ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক। তাদের সেই দাবি না মানায়, বিজেপির স্থানীয় নেতাদের একাংশের পক্ষ থেকে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ বাবুকে উপনির্বাচনে ভোটের লড়াইয়ের জন্য মনোনীত করেছেন স্থানীয় একাংশের বিজেপি কর্মীরা। যদিও, এই বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলছেন, দল যাকে মনোনীত করবে তিনিই প্রার্থী হয়ে লড়াই করবে। এবার যে কেউ প্রার্থী হতেই পারেন। সেটা তার গণতান্ত্রিক অধিকার।

সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অবশ্য বলছেন, বিনয় বিশ্বাস বাগদার ভূমিপুত্র। বাগদার এলাকার বাসিন্দা তিনি। পড়াশোনাও সেখানেই। ফলে তিনি বহিরাগত, এই দাবি ঠিক না। তাঁর কথায়, ৫০ জন নির্দল দাঁড়ালেও কোনও লাভ হবে না৷ এতে বরং বিজেপির জয়ের ব্যবধার আরও বাড়বে। সব মিলিয়ে এখন বিজেপির সঙ্গে বিজেপির এই লড়াই দেখার অপেক্ষায় বাগদার মানুষজন।
Rudra Narayan Roy