নৌকা ডুবে দুর্ঘটনা

Boat Capsized: মকর সংক্রান্তিতে গৌড়েশ্বর নদীতে নৌকাডুবি, ডুবে গেল বহু সামগ্রী! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

বসিরহাট: মকর সংক্রান্তিতে সুন্দরবনের গৌড়েশ্বর নদীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সামগ্রী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌড়েশ্বর নদীর রূপামারি খেয়া ঘাটের ঘটনা।

এদিন বিকেল ৪টে নাগদ যাত্রী পারাপারের নৌকা ফেরিঘাটের কাছে পৌঁছতেই ডুবে যায়। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর এপারে রূপমারী, ওপারে আমবেড়িয়া খেয়াঘাট। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে রূপমারী এলাকা থেকে মোরগ লড়াই দেখে ফেরার পথে এলাকার মানুষের ভিড় বাড়ে।

আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!

জানা যায়, এদিন নৌকায় প্রায় ৫০-৬০ জনের যাত্রী ছিলেন। এর ফলেই বিপত্তি। তবে নৌকা ফেরিঘাটের কাছে পোঁছাতেই নদীর উপর জল উঠে যায়। এর ফলে কার্যত নৌকা ডুবে যায়। যদিও বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

আরও পড়ুন: নানা রোগবালাই থেকে মুক্তি দেবে এই শাক, শীতের বাজারে পালংয়ের রমরমা! শরীরে ম্যাজিক হবে

তড়িঘড়ি করে স্থানীয় লোকজন ও মাঝির তৎপরতায় যাত্রীদের নৌকা থেকে ডাঙায় তোলা হয়। যদিও হতাহতের কোনও খবর নেই। যাত্রী পারাপারে অতিরিক্ত যাত্রী থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে কিভাবে ফেরি পারাপারে এভাবে নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হল কেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল।

জুলফিকার মোল্যা

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F