Tag Archives: Boat Accident

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! নদীতে উল্টে গেল স্পিড বোট, বন্যা পরিস্থিতি দেখতে গিয়েই ঘটল বড় অঘটন, তারপর…

বীরভূম: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় জেলা শাসক, জেলা পুলিশ সুপার, দুই সাংসদ, বিধায়ক-সহ ১৩ জন।স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে। তবে সেফটি জ্যাকেট না নিয়ে কেন স্পিড বোটে চড়লেন প্রশাসনের শীর্ষকর্তারা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের দাবি, নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত না করে কেন প্রাণের ঝুঁকি নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা বোটে উঠলেন।

আরও পড়ুন-      বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

জানা গিয়েছে, তিনদিনের অতি বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়।ফলে নদী সংলগ্ন বলরামপুর গ্রাম সম্পূর্ণ ভেসে যায়।পাশেপাশের আরও কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন প্রায় সব মিলিয়ে ১৫ টি গ্রাম। ওই গ্রামগুলির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেই সমস্ত গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে এইদিন এলাকা পরিদর্শনে যান জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুর সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম,লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা-সহ মোট ১৩ জন।

আরও পড়ুন-       ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

সেফটি জ্যাকেট ছাড়াই একটি স্পিড বোটে তাঁরা দুর্গত এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন।কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বোটটি কুয়ে নদীতে উল্টে যায়। জেলা পুলিশ সুপার ছাড়া সকলেই নদীতে পরে যান। উদ্ধারকারী দল এবং স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা হয়।

সৌভিক রায়

Boat Accident: বান্ধবীকে নিয়ে নৌকায় তুমুল মদ্যপান, হঠাৎ বার্জে ধাক্কা! তারপর ৬ জনের যা হল

হুগলি: গরমের পড়ন্ত বিকেলে গঙ্গায় নৌকা বিহারে বেরিয়ে ছিলেন ছয় বন্ধু। সঙ্গে চলছিল মদ্য পান। কিন্তু সেই দিলখুশ মেজাজ বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎই বার্জে ধাক্কা মেরে বসল ডিঙি নৌকা! সঙ্গে সঙ্গে উল্টে যায় নৌকাটি। ঝপাত করে নদীতে গিয়ে পড়েন ছয় বন্ধুই। কোন‌ওরকমে সাঁতরে পাড়ে উঠে প্রাণ বাঁচান তাঁরা। দু’দিনের পুরনো এই ঘটনার রেশ এখনও থেকে গিয়েছে।

উত্তরপাড়া ও আডিয়াদহ ঘটের মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি স্টিমার নিয়ে উদ্ধার করতে ছুটে যান। তাঁদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ওই ৬ যুবক প্রাণে বাঁচেন।

আর‌ও পড়ুন: এই ৩ টি যোগার মাধ্যমে সহজেই ওবেসিটি থেকে মুক্তি পান

পুলিশ সূত্রে খবর, রিষড়া থেকে শনিবার বিকালে চার যুবক ও এক মহিলা একটি ডিঙি নৌকা করে গঙ্গা ভ্রমণে বের হয়েছিলেন। মাঝিকে নিয়ে মোট ছয় জন ছিলেন ওই নৌকায়। যাত্রা শুরুর কিছুক্ষণ পর থেকেই দেদার মদ্যপান শুরু হয়। সন্ধে সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝখানে গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে নৌকাটি। তারপরই উল্টে যায়। নৌকায় থাকা ছয়জনই গঙ্গায় পড়ে যান। সাঁতার কেটে পারের দিকে আসার চেষ্টাও করেন। খেয়া ঘাট থেকে লঞ্চে করে মাঝিরা এসে সবাইকেই উদ্ধার করেন।

আর‌ও পড়ুন: হাতির মাথায় কী বুদ্ধি! গাছ ফেলে ফেন্সিং উপড়ে ঢুকছে গ্রামে

দুর্ঘটনার খবর পেয়ে খেয়া ঘাটে আসে উত্তরপাড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া ওই ছয়জনকে থানায় নিয়ে যাওয়া হয়। নৌকা ডুবির পর উদ্ধার হওয়া এক যাত্রী বলেন, আমরা ঘুরতে বেরিয়েছিলাম। নৌকায় মদ্যপান করছিলাম। হঠাৎ নৌকাটা উল্টে যায়। তবে উদ্ধার হওয়ার সকল যাত্রী সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

রাহী হালদার

Digha: ‘শরীরের উপর দিয়ে চলে গেল’, দিঘার বিচে রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে নিয়ে যাওয়া হল মহিলাকে

দিঘা: দিঘায় সমুদ্র স্নানের সময় স্পিডবোটের আঘাতে গুরুতর আহত এক মহিলা পর্যটক। বাংলা নববর্ষ উপলক্ষে দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের কার্যত ঢল নেমেছে। শনি রবিবার থেকেই পর্যটকেরা দিঘায় এসেছে। সপ্তাহের প্রথম দিন সোমবারও দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো। আর পর্যটকের ভিড়ে বিপত্তি ঘটল দিঘা সমুদ্র সৈকতে। সমুদ্র স্নানের সময় গুরুতর আহত হল এক মহিলা পর্যটক। পরিবারের সঙ্গে ওই পর্যটক দিঘা বেড়াতে এসেছে। আর বেড়াতে এসেই বিপত্তি।

সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে স্পিডবোটের আঘাতে গুরুতর আহত হলেন এক পর্যটক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নিউ দিঘায় ঘটনায় জানা যায়, গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে আসেন ইয়াসমিন খাতুন বয়স ৩২ বছর। বাড়ি খাস খামার বাউরিয়া তাজমহল লাইব্রেরি জেলা হাওড়া এলাকার বাসিন্দা। এদিন নিউ দিঘায় স্নান করার সময় তার উপর দিয়ে স্পিডবোট চলে যায়। গুরুতর আহত অবস্থায় নুলিয়ারা তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরী দিঘায়।

আরও পড়ুন: রবির পর সোম, অভিষেকের কপ্টার নিয়ে শোরগোল! এবার পরিদর্শনে কমিশনের আধিকারিক

বেড়াতে যাওয়ার জন্য বাঙালির কাছে শীত-গ্রীষ্ম-বর্ষা, দিঘা বড় ভরসা। দিঘায় গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ ওয়াটার রাইডিং। দিঘায় গিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে মন দেন অনেকেই। এই গ্রীষ্মে ওয়াটার রাইডিং করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বর্তমান সময় সময় দিঘার ‘ওয়াটার রাইড’- বাঙালি পর্যকদের কাছে এক অভিনব অ্যাডভেঞ্চার। স্পিড বোট, প্যারাসুট, প্যাডেল বোর্টিং সহ আরও বেশ কিছু রাইড রয়েছে। এর মধ্যে স্পিডবোট বেশ জনপ্রিয়। আর সেই ওয়াটার রাইডের করতে গিয়েই হল বিপত্তি। স্পিড বোটের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা।

অপ্রত্যাশিতভাবে এদিনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সৈকত এলাকায়। প্রতিদিন শয়ে শয়ে পর্যটকরা এই ধরনের ওয়াটার রাইডে আনন্দ করেন। প্রতিটি পর্যটন কেন্দ্রেই ওয়াটার রাইড থাকলে প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হয়। যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। প্রসঙ্গত দিঘায় ওয়াটার রাইট সম্পর্কে বিভিন্ন অভিযোগ ওঠায় প্রশাসন করা নজরদারি চালাচ্ছে তারপরও এদিন এই ঘটনা ঘটলো। এদিনের এই ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিল।

—- সৈকত শী